arrest

এক ঘণ্টায় তিনটে খুনের অভিযোগ! কলকাতা থেকে তিহাড়ের সেই পলাতক বন্দিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

দিল্লি এবং লখনউয়ে বেশ কয়েকটি ডাকাতির মামলাও রয়েছে ধৃতের বিরুদ্ধে। কলকাতায় পালিয়ে এসে গাড়ি চালানোর কাজ করছিলেন। অভিযোগ, এই সোহরাবের ভাইও অপরাধে জড়িত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:৩৫
Share:

— প্রতীকী চিত্র।

তিহাড় জেল থেকে প্যারোলে ছাড়া পেয়েছিলেন বন্দি। তার পরে আর ফেরেননি সেখানে। ঘাপটি মেরে বসেছিলেন কলকাতায়। মঙ্গলবার কলকাতার সেই রিপন স্ট্রিটে তল্লাশি চালাল দিল্লি পুলিশের একটি দল। সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেল ৩৮ বছরের সোহরাবকে। তাঁর বিরুদ্ধে ছয় থেকে সাতটি খুন-সহ ২০টি অপরাধের মামলা রয়েছে।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুলিশের একটি দল তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, কলকাতার রিপন স্ট্রিটে এক পলাতক বন্দি লুকিয়ে রয়েছেন। তল্লাশি অভিযানে কলকাতা পুলিশকে সাহায্যের কথাও জানায়। এর পরে মঙ্গলবার দুপুরে রিপন স্ট্রিটে তল্লাশি চালায় দিল্লির পুলিশের একটি দল। সেখান থেকে গ্রেফতার করে সোহরাবকে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, সোহরাব আদতে লখনউয়ের বাসিন্দা। গত জুন মাসে তিহাড় থেকে প্যারোলে ছাড়া পান তিনি। তার পরে প্যারোল শেষ হলেও আর জেলে ফেরেননি। সোহরাবের বিরুদ্ধে একাধিক খুন, খুনের চেষ্টার মামলা রয়েছে। অভিযোগ, এক ঘণ্টায় তিনটি খুন করেছিলেন তিনি। দিল্লি এবং লখনউয়ে বেশ কয়েকটি ডাকাতির মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতায় এসে গাড়ি চালানোর কাজ করছিলেন। অভিযোগ, এই সোহরাবের ভাইও অপরাধে জড়িত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement