Scam

Fraud: চাকরির দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার

এ দিন ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ০৭:২৫
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকারের গ্রুপ-ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল ময়না থানার পুলিশ। ধৃতকে এ দিন তমলুক আদালতে তোলা হলে বিচারক ধৃতের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শঙ্কর পণ্ডিত নামে ভগবানপুরের চড়াবাড় এলাকার বছর চল্লিশের এক ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পারমিট ইত্যাদি তৈরির দালালি করতেন। অভিযোগ কেন্দ্রীয় সরকারের গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার নামে শঙ্কর এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা তোলেন। টাকা দিয়েও চাকরি না মেলায় শঙ্করকে টাকা ফেরতের জন্য চাপ দিতে থাকেন চাকরি প্রার্থীরা। টাকা ফেরত না পেয়ে বুদ্ধদেব রায় নামে ময়নার বাকচা এলাকার এক যুবক সম্প্রতি ময়না থানায় শঙ্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। বুদ্ধদেবের দাবি, তিনি শঙ্করকে চাকরির জন্য দু’লক্ষ ৩০ হাজার টাকা দিয়েছিলেন। লিখিত অভিযোগ পেয়ে শঙ্করকে গ্রেফতার করে ময়না থানার পুলিশ।

এ দিন ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতের গ্রেফতারির খবর পেয়ে এ দিন ময়না থানায় আরও অনেক প্রতারিত জড়ো হন। তাঁদের দাবি, শঙ্কর তাঁদের কাছ থেকেও চাকরির নামে টাকা তুলেছিলেন। পুলিশ সূত্রে খবর, ছেলের চাকরির জন্য শঙ্করকে এক লক্ষ ৩০ হাজার টাকা দিয়ে প্রতারিত হয়েছেন ময়না থানার এক মহিলা ঝাড়ুদারও। ময়না থানার এক আধিকারিক বলেন, ‘‘শঙ্কর পণ্ডিতকে হেফাজতে নিয়ে আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement