দিঘার সমুদ্রে মৃত্যু

দিঘার সমুদ্রে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক তরুণ পর্যটকের। পুলিশ জানিয়েছে, মৃত কৃষ্ণ দাসঅধিকারী (২৭) কলকাতার আলিপুরের ২৯/এ চেতলা রোডের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০১:০৯
Share:

দিঘার সমুদ্রে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক তরুণ পর্যটকের। পুলিশ জানিয়েছে, মৃত কৃষ্ণ দাসঅধিকারী (২৭) কলকাতার আলিপুরের ২৯/এ চেতলা রোডের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থার কর্মী কৃষ্ণ মঙ্গলবার তিন বন্ধুর সঙ্গেওল্ড দিঘার একটি হোটেলে ওঠে। বুধবার চার বন্ধু মিলে ওল্ড দিঘায় সমুদ্রস্নানে নামেন। স্নানের সময় কৃষ্ণ নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেসে যান। ঘন্টাখানেক পরে কৃষ্ণর দেহ তীরে এসে ঠেকলে কৃষ্ণর সঙ্গীরা তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। দিঘা মোহনা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement