Oxygen: অক্সিজেনের পাইপ চুরি মেডিক্যালে

হাসপাতালে সব সময়ে নিরাপত্তারক্ষী থাকেন। চত্বরে সিসি ক্যামেরাও রয়েছে। এ সবের মধ্যেই কী ভাবে চুরি হল, প্রশ্ন উঠছে তা নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ০৬:৩০
Share:

প্রতীকী চিত্র।

শিশুদের জন্য প্রস্তাবিত কোভিড ওয়ার্ডে অক্সিজেনের পাইপ লাইন বসানো হচ্ছিল। সেখান থেকেই চুরি গিয়েছে পাইপ-সহ একাধিক সরঞ্জাম। ঘটনা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের। ঘটনার জেরে হাসপাতালে শোরগোলও পড়েছে। ব্যাহত হচ্ছে ওই ওয়ার্ডে পাইপ লাইন বসানোর কাজও।

Advertisement

হাসপাতালে সব সময়ে নিরাপত্তারক্ষী থাকেন। চত্বরে সিসি ক্যামেরাও রয়েছে। এ সবের মধ্যেই কী ভাবে চুরি হল, প্রশ্ন উঠছে তা নিয়ে। দিন কয়েক আগে কাজে নিযুক্ত কর্মীদের থেকে চুরির ঘটনাটি জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা যায়, যে সংখ্যক পাইপ আনা হয়েছিল, তার কিছুটা চুরি গিয়েছে। এ পাইপ তামার। হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও চুরির কিনারা হয়নি। উদ্ধার হয়নি খোওয়া যাওয়া সরঞ্জাম। হাসপাতালের এক আধিকারিক বলেন, ‘‘সবদিক দেখা হচ্ছে। ঘটনায় যাঁদের কর্তব্যে গাফিলতি ধরা পড়বে, তাঁদের শোকজ করা হতে পারে।’’ পুলিশ সূত্রের দাবি, ঘটনার দিনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ কমতে শুরু করলেও তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা রয়েছে। তার আগে হাসপাতালের ওয়ার্ডে অক্সিজেনের জোগান নিশ্চিত করাটা খুব জরুরি। মেডিক্যালে ‘লিকুইড মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট’ বসার কথা। ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ সংক্ষেপে পিএসএ প্ল্যান্টও বসার কথা। আশঙ্কা তৃতীয় ঢেউয়ে শিশুরা বেশি সংক্রমিত হতে পারে। শিশু করোনা রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে হাসপাতালে। প্রথম পর্যায়ের কাজ শুরুও হয়েছে। ঢেলে সাজা হচ্ছে হাসপাতালের শিশু বিভাগ। তৈরি হচ্ছে নতুন পরিকাঠামো।

হাসপাতালের পুরনো ভবনে (বিধান ব্লক) নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে। প্রস্তাবিত শিশু কোভিড ওয়ার্ড গড়ে উঠছে। ওয়ার্ডে পাইপ লাইন বসানো হচ্ছে। এখান থেকেই চুরি গিয়েছে তামার পাইপ। কাজ চলছিল তিনতলার ওয়ার্ডে। আগে এটি শিশু ওয়ার্ড ছিল। হাসপাতাল সূত্রে খবর, তামার পাইপের পাশাপাশি চুরি গিয়েছে আর কিছু সরঞ্জামও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement