শহিদ মাতঙ্গিনী

কন্যাশ্রী দিবস বয়কট তৃণমূল জনপ্রতিনিধির

রাজ্য জুড়ে সরকারিভাবে ঘটা করে সোমবার ‘কন্যাশ্রী দিবসের’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কিন্তু বিডিও’র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বয়কট করলেন শাসকদল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য সহ ব্লকের সব পঞ্চায়েত প্রধানরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০০:৪৬
Share:

চলছে অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

রাজ্য জুড়ে সরকারিভাবে ঘটা করে সোমবার ‘কন্যাশ্রী দিবসের’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কিন্তু বিডিও’র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুরের তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান বয়কট করলেন শাসকদল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য সহ ব্লকের সব পঞ্চায়েত প্রধানরা। আর এই ঘটনায় জেলার প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে।

Advertisement

ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন মেচেদার রামচন্দ্রপুর হাইস্কুলে আয়োজিত কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তমলুকের মহকুমাশাসক শুভ্রজ্যোতি ঘোষ, বিডিও নীলিমা সামন্ত উপস্থিত হলেও যাননি শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বামদেব গুছাইত-সহ পঞ্চায়েত কোনও কর্মাধ্যক্ষ, তৃণমূল সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানরা।

অনুষ্ঠান বয়কটের কথা স্বীকার করে পঞ্চায়েত সমিতির সভাপতি তনুশ্রী জানা বলেন,‘‘পঞ্চায়েত সমিতির বিভিন্ন কাজে বিডিও অসহযোগিতা করছেন। কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়েও আমাদের সঙ্গে আলোচনা না করে বিডিও এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তাই এ দিন ওই অনুষ্ঠানে আমাদের কেউ উপস্থিত হননি।’’

Advertisement

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘শহিদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে জানিয়েছিলেন কিছু সমস্যা হচ্ছে। এ বিষয়ে মহকুমাশাসক দু’পক্ষের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে আজ কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা উপস্থিত না হওয়ার বিষয়টি আমার জানা নেই।’’

এ দিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও নারী শিশু কল্যাণ দফতরের উদ্যোগে তমলুক রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে কন্যাশ্রী দিবস পালনের জেলা স্তরের অনুষ্ঠান আয়োজন করা হয়। ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, জেলা পরিষদের নারী শিশু উন্নয়ন কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, জেলা শাসক রশ্মি কমল, অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত অধিকারী, তমলুকের মহকুমা শাসক শুভ্রজ্যোতি ঘোষ, তমলুকের পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন প্রমুখ। অনুষ্ঠানে শিশির অধিকারী বলেন, ‘‘এই কন্যাশ্রী প্রকল্প শুধু দেশে নয়, সারা বিশ্বে সাড়া ফেলেছে। কন্যাশ্রী দিবস পালনের মাধ্যমে মেয়েদের স্বাধিকার রক্ষার লড়াইয়ের শপথ নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন