Unknown Pawprint

অজানা পশুর পায়ের ছাপ কাদায়, আতঙ্কিত ঝাড়গ্রামের আজনাশুলি গ্রাম, পর্যবেক্ষণে বন দফতর

সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হলে, ফরেস্ট রেঞ্জাররা এসে ওই পায়ের ছাপ পর্যবেক্ষণ করে দেখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৩
Share:

এই পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক। নিজস্ব চিত্র।

ফের অজানা পশুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আজনাশুলি গ্রামে। এলাকায় টহলদারিতে রয়েছে বন দফতর। দু’বছর আগেও অজানা পশুর পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় ওই গ্রামে।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা সংলগ্ন একটি কাদা জায়গায় ওই পায়ের ছাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হলে, ফরেস্ট রেঞ্জাররা এসে ওই পায়ের ছাপ পর্যবেক্ষণ করে দেখেন। তাঁদের মতে এ কোনও হুড়াল বা জংলি বেড়ালের। নিরাপত্তার খাতিরে বসানো হয়েছে ট্রাপ ক্যামেরাও।

বন দফতরের কর্মীরা এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এই অজানা পশুর সমদ্ধে আরও বিশদে জানার চেষ্টা চালাচ্ছে বন দফতর, ততদিন গ্রামবাসীদের জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement