বাইক চুরি, দুষ্কৃতী ধৃত চন্দ্রকোনায়

ক্রেতা সেজে বাইক চুরি চক্রের এক সদস্যকে পাকড়াও করল চন্দ্রকোনা পুলিশ। শুক্রবার রাতে চন্দ্রকোনার কুঁয়াপুর থেকে প্রলয় ঘোষ নামে ওই যুবককে ধরা হয়। ধৃতকে জেরা করে রাতেই চারটি বাইক উদ্ধার করেছে পুলিশ। বছর উনিশের ওই যুবকের বাড়ি কেশপুর থানার কেঁওশা গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০০:৫৬
Share:

ক্রেতা সেজে বাইক চুরি চক্রের এক সদস্যকে পাকড়াও করল চন্দ্রকোনা পুলিশ। শুক্রবার রাতে চন্দ্রকোনার কুঁয়াপুর থেকে প্রলয় ঘোষ নামে ওই যুবককে ধরা হয়। ধৃতকে জেরা করে রাতেই চারটি বাইক উদ্ধার করেছে পুলিশ। বছর উনিশের ওই যুবকের বাড়ি কেশপুর থানার কেঁওশা গ্রামে। শনিবার ধৃতকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছে। ঘাটাল মহকুমার তিনটি থানা থেকে গত পাঁচ মাসে চুরি গিয়েছে দশটি বাইক। সম্প্রতি পুলিশ বাইক-সহ একজনকে গ্রেফতার করেছিল। গড়বেতার বলরামপুর গ্রামে শেখ আয়াতুল্লা নামে বাইক চুরি চক্রের ওই সদস্যকে গ্রেফতারের পর চক্রের মূল পান্ডার হদিশ পায় পুলিশ। সেই সূত্রে ধরেই সন্ধান মেলে প্রলয়ের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন