Saraswati Puja 2025

সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়ে বন্ধু-বান্ধবীরা নিখোঁজ! ১২ জন উদ্ধার খড়্গপুর এলাকা থেকে

পুলিশ সূত্রের খবর, নবম শ্রেণির চার নাবালিকা-সহ মোট ১২ জন সরস্বতী পুজো দেখতে বেরোয়। তাদের মধ্যে ছিল সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াও। সকলে বেলদা এবং নারায়ণগড় থানা এলাকার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সরস্বতী পুজোয় বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু সোমবার থেকে আর তারা বাড়ি ফেরেনি। পুলিশের দ্বারস্থ হয় ১২ নাবালক-নাবালিকার পরিবার। এ নিয়ে খবর পেয়ে তৎপর হয় পুলিশ। তৈরি হয় পুলিশের তিনটি দল। তার পর ২৪ ঘণ্টার মধ্যে ১২ জনকেই উদ্ধার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত সোমবার নবম শ্রেণির চার নাবালিকা-সহ মোট ১২ জন সরস্বতী পুজো দেখতে বেরোয়। তাদের মধ্যে ছিল সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াও। বেলদা এবং নারায়ণগড় থানা এলাকার বাসিন্দা ওই ছাত্রছাত্রীদের তার পর আর খোঁজ পায়নি পরিবার। সোমবার রাতে বেলদা থানার পুলিশ এই সংক্রান্ত খবর জানতে পেরে রাতেই তৈরি হয় তিনটি দল। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে ওই দলগুলি। টানা খোঁজাখুঁজির পরে খড়্গপুর লোকাল থানার বেনাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১২ জনকে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘নিখোঁজের বিষয়টি পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ২৪ ঘণ্টার মধ্যে ১২ নাবালক-নাবালিকাকে উদ্ধার করেছে।’’

যদিও কারও পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি হয়নি। কয়েক জন অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ জানার পুলিশ তাদের পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠায়। খোঁজখবর নিয়ে শুরু হয় অভিযান। প্রথমে মঙ্গলবার রাতে খড়্গপুর গ্রামীণ এলাকার বেনাপুর থেকে দুই ছাত্রছাত্রীকে উদ্ধার করে পুলিশ। বুধবার ভোরে বাকি দশ জনকে উদ্ধার করা হয়। সকলেই সুস্থ আছে। ছাত্রছাত্রীদের তাদের পরিবারের হাতে তাদের তুলে দিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন বেলদা এবং নারায়ণগড় থানা এলাকা থেকে ওই ১২ জন পড়ুয়া ট্রেনে করে খড়্গপুর বেড়াতে যায়। সেখান থেকে তারা চলে গিয়েছিল পাঁশকুড়ায়। রাতে আবার খড়্গপুরের বেনাপুরে ফিরে আসে দু’জন। তবে বাকি ১০ জন আবার অন্যত্র বেড়াতে চলে গিয়েছিল। বাড়ির কাউকে কিছু জানায়নি তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement