নাবালিকার বিয়ে রুখল পুলিশ

নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতে। পুলিশ ও প্রশাসনের চাপে পড়ে অবশেষে তার অভিভাবকেরা মুচলেকা দিয়ে জানিয়ে দেয় ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০০:১৪
Share:

নাবালিকার বিয়ে রুখে দিল পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতে। পুলিশ ও প্রশাসনের চাপে পড়ে অবশেষে তার অভিভাবকেরা মুচলেকা দিয়ে জানিয়ে দেয় ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না তাঁরা।

Advertisement

অষ্টম শ্রেণির এক ছাত্রী শাবানা খাতুন (১৪) সুতাহাটার বাণীতীর্থ বালিকা বিদ্যালয়ে পড়ে। তাঁর বাবা শেখ সইফুদ্দিন আলি তাঁর মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন সুতাহাটা থানার কৃষ্ণনগর গ্রামের ছেলে শেখ আশরাফুলের (২১) সঙ্গে।

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, ওই নাবালিকার বাবা শেখ সইফুদ্দিন আলির দাদা হলেন গোয়াবেড়িয়া পঞ্চায়েতের সিপিএম প্রধান শেখ সাবির আলি। তাঁর থেকে পাওয়া খবরের ভিত্তিতে বিডিও অফিস থেকে বিয়ে না দেওয়ার জন্য নির্দেশ গিয়েছিল ওই নাবালিকার পরিবারের কাছে। কিন্তু তার বাবা গোপনে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গোপন সূত্রে মঙ্গলবার রাতে খবর পেয়ে বিডিওকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতাহাটা থানার পুলিশ। বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে শেখ সাবির আলি জানান, “এই বিয়েতে সমর্থন ছিল না। আমার ভাইঝি কয়েক দিন ধরে স্কুলেও যায়নি। তাঁর লেখাপড়াতেও মনযোগ কমে গিয়েছিল। কিছু দিন আগে বাড়ি থেকে পালায় সে। তাই পরিবারের তরফে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল।”

Advertisement

রঞ্জায় হাতির দল। দলমার হাতির দল ঢুকে পডল শালবনির রঞ্জায়। দলে প্রায় ১০টি হাতি রয়েছে বলে বন দফতরের এক সূত্রে খবর। এখনও কোনও ক্ষয়ক্ষতি যায়নি। অন্য দিকে, লালগড়ের ঘাঘরাশোলে প্রায় ১০টি হাতির অন্য একটি দল রয়েছে। কদমডিহায় রয়েছে প্রায় ৪০টি হাতির একটি দল। দিন কয়েক আগে লালগড়ের জঙ্গল পেরিয়ে হাতির দল পিঁড়াকাটায় ঢুকে পড়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement