Driving license fair

মুখ্যমন্ত্রীর নির্দেশে ড্রাইভিং লাইসেন্স মেলা মেদিনীপুরে, উদ্বোধন করলেন পুলিশ সুপার

গত ৮ অগস্ট সকাল ১১টায় মেদিনীপুর পুলিশ লাইনে ড্রাইভিং লাইসেন্স মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার। সেখানে জেলা পুলিশের অন্যান্য কর্তারাও ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ১৯:৫৯
Share:

—নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু হল পশ্চিম মেদিনীপুরে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকাই তার উদ্বোধন করেছেন। এই মেলা চলবে সাত দিন।

Advertisement

গত ৮ অগস্ট সকাল ১১টায় মেদিনীপুর পুলিশ লাইনে ড্রাইভিং লাইসেন্স মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার। সেখানে জেলা পুলিশের অন্যান্য কর্তারাও ছিলেন। পুলিশ জানিয়েছে, সোমবার এই মেলায় তিন হাজার জনেরও বেশি মানুষ মেলায় এসেছেন। ড্রাইভিং লাইসেন্সের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, এ বার মেলাতে সব মিলিয়ে ১৫ হাজার মানুষের নাম নথিভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্সের জন্য নাম নথিভুক্ত করার পাশাপাশি ‘সেফ ড্রাইভ সেভ লাইন’-এরও প্রচার চালানো হচ্ছে। সচেতন করা হচ্ছে মানুষকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement