Haldia

ডিজে প্রতিযোগিতা, নির্বিকার পুলিশ

ডিজে প্রতিযোগিতার সঙ্গে যুক্তরা জানিয়েছেন, প্রশাসনের অনুমতি নিয়েই হয়েছে প্রতিযোগিতা। রবিবার সন্ধ্যা পর্যন্ত চলে এই ডিজে-র দাপট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০৩:০৮
Share:

চলছে ডি জে নিয়ে প্রতিযোগিতা। রবিবার। নিজস্ব চিত্র।

খাতায়-কলমে ডিজে বাজানো নিষিদ্ধ। কিন্তু নতুন বছরের তৃতীয় দিনেই শিল্পশহরে ধরা পড়ল অন্য চিত্র। হলদিয়া পুর-এলাকার বনবিষ্ণুপুরে নির্মীয়মাণ ইএসআই হাসপাতালের সামনের মাঠে চলল ডিজে-র প্রতিযোগিতা।

Advertisement

ডিজে-র দাপটে স্থানীয় মানুষ তো বটেই, পথচলতি মানুষেরও বুক কেঁপে গিয়েছে। শব্দের তীব্রতা এতটাই ছিল যে, ৫০-৬০ মিটার দূরে অবস্থিত বিসি রায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরও কেঁপে উঠছিল। ডিজে প্রতিযোগিতার সঙ্গে যুক্তরা জানিয়েছেন, প্রশাসনের অনুমতি নিয়েই হয়েছে প্রতিযোগিতা। রবিবার সন্ধ্যা পর্যন্ত চলে এই ডিজে-র দাপট।

স্থানীয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ মণ্ডল বলেন, ‘‘ডিজে বন্ধে প্রশাসন কড়া পদক্ষেপ করে বলেই জানি। দিনভর যে ভাবে ডিজে বাজানো হল, তাতে পরিবেশেরও ক্ষতি হল।’’ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকেও এই ধরনের ডিজে বাজানোর নিন্দা করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর দীপক পণ্ডা বলেন, ‘‘ওই এলাকায় বাইরে থেকে একাধিক দল পিকনিক করতে এসেছিল। পরে ওরাই ডিজে নিয়ে আসে এবং দিনভর ডিজে বাজতে থাকে বলে শুনেছি। প্রতিযোগিতা হয়েছে বলে জানি না।’’ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষের কথায়, ‘‘ডিজে বাজানো নিষিদ্ধ। কী ভাবে বাজানো হল, তা খতিয়ে দেখছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের কাউকেই ছাড়া হবে না।’’ হলদিয়া বিসি রায় হাসপাতালের এক কর্মী বলেন, ‘‘সারাদিন এই ধরনের ডিজে বেজেছে। স্থানীয় জন প্রতিনিধিদের এই বিষয়ে পুলিশ-প্রশাসনের নজরে আনা উচিত ছিল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন