BJP

উত্তপ্ত কেশপুর, তৃণমূলের পার্টি অফিসে আগুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূলের অঞ্চল সভাপতি নারায়ণ মণ্ডল লিখিত ভাবে অভিযোগ জানান আনন্দপুর থানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৮:১৫
Share:

পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা জিনিসপত্র। নিজস্ব চিত্র

কেশপুর ব্লকের আনন্দপুর থানা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতের ওই ঘটনায় উত্তপ্ত গোটা কেশপুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোলিডিহা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ কার্যালয়ে রাতের অন্ধকারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তৃণমূল অভিযোগ করেছে, ওই ঘটনায় বিজেপি জড়িত। তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর এবং আগুন ধরিয়ে দিয়েছে। একাধিক নথি ও জিনিসপত্র লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা।

Advertisement

তৃণমূলের অঞ্চল সভাপতি নারায়ণ মণ্ডল লিখিত ভাবে অভিযোগ জানান আনন্দপুর থানায়। ঘটনাস্থলে আনন্দপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। তদন্ত করছে পুলিশ। আনন্দপুর এলাকায় এই নিয়ে তৃতীয় বার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন ধরানোর ঘটনা ঘটলো। নারায়ণ বলেন, ‘‘বিজেপি-র দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পার্টি অফিসে হামলা চালিয়েছে। আগুন ধরিয়ে দিয়েছে। নষ্ট হয়েছে বেশ কিছু নথি। পুলিশকে জানানো হয়েছে।’’

যদিও বিজেপি-র কেশপুর উত্তর মণ্ডল সভাপতি প্রবীণ হালদার বলেন, ‘‘মিথ্যা অভিযোগের উপর চলছে তৃণমূল। নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বিজেপি-র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। মিথ্যা মামলা দিয়ে বিজেপি-কে আটকানোর চেষ্টা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement