‘মাওবাদী’ পোস্টারে রাজনৈতিক তরজা

স্থানীয় সূত্রে, ওই মেটালিক্স কারখানা কর্তৃপক্ষ মথুরাকিসমত ও নারায়ণপুর এলাকায় তাঁদের প্রকল্পের সম্প্রসারণ করতে চলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৪৩
Share:

প্রতীকী ছবি।

একটি মেটালিক্স কারখানার প্রকল্প সম্প্রসারণ ঘিরে পড়ল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। মঙ্গলবার খড়্গপুর-১ ব্লকের কলাইকুণ্ডা পঞ্চায়েতের বসন্তপুরে ওই পোস্টার দেখা যায়। বসন্তপুর প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় দেওয়ালে সাঁটানো ছিল পোস্টার। খবরের কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলিতে লেখা ছিল— ‘গণ শুনানিতে রশ্মির পক্ষে ভোট দিলে ধোলাই হবে পিটাই হবে’। ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ বলেন, ‘‘ কারা পোস্টারগুলি দিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে, ওই মেটালিক্স কারখানা কর্তৃপক্ষ মথুরাকিসমত ও নারায়ণপুর এলাকায় তাঁদের প্রকল্পের সম্প্রসারণ করতে চলেছেন। গত কয়েক বছর ধরে ওই সংস্থার পুরনো কারখানাগুলি থেকে দূষণ ছড়াচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন শহর ও গ্রামীণ এলাকার বাসিন্দারা। হয়েছে নানা প্রতিবাদ কর্মসূচি। সোমবার কারখানা সম্প্রসারণ নিয়ে গণ-শুনানির আয়োজন করা হয়। সেখানে পক্ষে-বিপক্ষে রায় এসেছে। তার পরেই এমন পোস্টার। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘গ্রামের অনেকেই তো ওই শুনানিতে গিয়েছিল। অনেকেই পক্ষে রায় দিয়েছে। মাওবাদীরা যখন এমন হুমকি দিচ্ছে তাহলে তো আবার রক্ত ঝরবে!’’

পুলিশের অবশ্য দাবি, ওই এলাকায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। পোস্টারগুলি ইংরেজি খবরের কাগজের পাতায় লেখা থাকার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের অঞ্চল সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় বলেন, “আমাদের ধারণা বিজেপি এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে মাওবাদীদের নামে এই পোস্টার দিয়েছে।’’ বিজেপির উত্তর মণ্ডল সভাপতি বুদ্ধদেব পলমল পাল্টা বলেন, “বিজেপি এলাকায় শক্তিশালী হচ্ছে. তাই তৃণমূল মিথ্যা অভিযোগ তুলতে এই পোস্টার দিয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন