Post mortem

মৃত বিজেপি কর্মীর ফের ময়না তদন্ত

এ দিন অনুপ বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশে তিন সদস্যর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ভিডিওগ্রাফির মাধ্যমে বুধবার দ্বিতীয়বার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কালিপদ ঘোড়াইয়ের দেহের ময়না তদন্ত হবে। ময়নাতদন্তের পরে দেহ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটাশপুর শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০২:২৭
Share:

বিজেপির প্রতিবাদ মিছিল। মঙ্গলবার পটাশপুরে। নিজস্ব চিত্র।

বিজেপি কর্মী মৃত্যুর ঘটনায় প্রতিবাদ ও শোকমিছিল হল মঙ্গলবার। সেইসঙ্গে এ দিন হাইকোর্ট ফের মৃতের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল। পটাশপুর থানার কনকপুর গ্রামে বিজেপি কর্মী কালিপদ (মদন) ঘোড়াইকে পুলিশ নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেফতার করে। জেল হেফাজতে অসুস্থ হয়ে গত ১৩ অক্টোবর তাঁর মৃত্যু হয়। বিজেপি ও পরিবারের অভিযোগ, পুলিশ গ্রেফতার করার পর মারধরে অসুস্থ হয়ে কালিপদ মারা যান। মঙ্গলবার কনকপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ মিছিল করে বিজেপি। কালিপদের মৃত্যুতে দোষী পুলিশ অফিসারের শাস্তি জন্য পরিবারের পাশে থেকে আইনি লড়াইয়ের বার্তা দেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা পর্যবেক্ষক মলয় সিনহা, সুদাম পণ্ডিত প্রমুখ।

Advertisement

এ দিন অনুপ বলেন, ‘‘হাইকোর্টের নির্দেশে তিন সদস্যর মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে ভিডিওগ্রাফির মাধ্যমে বুধবার দ্বিতীয়বার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে কালিপদ ঘোড়াইয়ের দেহের ময়না তদন্ত হবে। ময়নাতদন্তের পরে দেহ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন