Amit Shah

হাজারের বেশি বাস শাহের সভায়

বিজেপির এই জনসভায় অধিকারী ‘গড়’ কাঁথি থেকে রেকর্ডসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন শুভেন্দু অনুগামীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৬:৪০
Share:

প্রতীকী ছবি।

মেদিনীপুরের মাটিতে অমিত শাহের সভায় নিজে যোগদান তো করবেন। সেই সঙ্গে নিজের খাস তালুকে তাঁর সাংগঠনিক ক্ষমতার বহর কতটা তার প্রমাণ দেওয়ার প্রস্তুতিও সেরে রেখেছেন শুভেন্দু অধিকারী। তাই গত কয়েকমাস ধরে তাঁর অরাজনৈতিক সভা ভরাটের জন্য যে ‘দাদার অনুগামী’দের দেখা যেত, আজ, শনিবার তাঁদের দেখা যাবে মেদিনীপুর কলেজ ময়দানের জনসভায়। এই মাঠেই সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

বিজেপির এই জনসভায় অধিকারী ‘গড়’ কাঁথি থেকে রেকর্ডসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে যাওয়ার জন্য কয়েকদিন ধরেই প্রস্তুতি নিয়েছেন শুভেন্দু অনুগামীরা। সভায় যাওয়ার জন্য শনিবার সকালে কাঁথি শহর থেকে দশটি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে দাদার অনুগামীদের সূত্রে খবর। শুক্রবার সকাল থেকে শহরের প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে এই জনসভায় যাওয়ার জন্য শহরের বাসিন্দাদের কাছে আবেদন জানান দাদার অনুগামীরা। কাঁথি শহর শুভেন্দুর খাসতালুকের পাশাপাশি তৃণমূলেরও ‘দুর্গ’। তাই অমিত শাহের জনসভায় কাঁথি থেকে কত লোক যায় সেদিকেই নজর রেখেছে শাসক দল। এ দিন সকাল থেকেই নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, নন্দকুমার, তমলুক, হলদিয়া সহ জেলার সমস্ত ব্লক ও পুরসভা এলাকা ব্যপক তৎপরতা দেখা গিয়েছে দাদার অনুগামীদের। জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকা থেকে যে সব বাস ও ছোট গাড়ি যাবে তাতে ‘দাদার অনুগামী’ নামে ব্যানার দেওয়া হবে শুভেন্দু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।

শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুকুমার বেরা বলেন, ‘‘সভায় আমাদের জেলা থেকে এক হাজারের বেশি বাসে চেপে কর্মী-সমর্থকরা যাবেন। এর জন্য বিভিন্ন রুটের বাস ছাড়াও ট্যুরিস্ট বাস ভাড়া করা হয়েছে। এছাড়াও ছোট গাড়িতে বহু কর্মী-সমর্থক সভায় যাবেন।’’ আর এক শুভেন্দু ঘনিষ্ঠ ও সদ্য নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল সভাপতি পদ থেকে অপসারিত মেঘনাদ পাল বলেন, ‘‘নন্দীগ্রাম থেকে ৪০ টি বাসে করে আমাদের কর্মী-সমর্থকরা যাবেন। বিজেপিও বেশ কিছু বাসে কর্মী-সমর্থকরা যাবেন বলে জানতে পেরেছি।’’ সদ্য তৃণমূল থেকে পদত্যাগ করা সুকুমার দাস বলেন, ‘‘তমলুক শহর থেকে এক হাজারেরও বেশি কর্মী-সমর্থককে বাস-ছোট গাড়িতে মেদিনীপুরের জনসভায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

Advertisement

যদিও নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের দাবি, ‘‘নন্দীগ্রামে বাস ইউনিয়নের নেতা আমি। একটা বাস বুকিং করেছে ওরা। ৪০টি বাসের কথা মিথ্যা। ত ছাড়া ওই বাস ভর্তি করার জন্য মাথাপিছু ৩০০ টাকা এবং রুটি-মাংস খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।’’

মেদিনীপুরে অমিত শাহর জনসভা প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘মেদিনীপুরের স্থানীয় লোকেরাই সেখানকার মাঠ ভরিয়ে দেবে। তা ছাড়া বিভিন্ন দল থেকে যাঁরা আমাদের দলে যোগ দেবেন তাঁরাও বিপুল সংখ্যায় সেখানে যাবেন। আমাদের শুধুমাত্র সাংগঠনিক পদাধিকারী মেদিনীপুরের সভায় থাকবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন