Medinipur

মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ঘিরে নজরদারি ক্যামেরার ঘেরাটোপে মেদিনীপুরের সভাস্থল

মঞ্চ তৈরির দায়িত্বে থাকা ডেকরেটরের তরফে বাবলু রায় জানিয়েছেন, শনিবার রাতের মধ্যে মঞ্চ ও আনুষঙ্গিক কাজ শেষ করে দিতে বলা হয়েছে। সেই কারণে এক সঙ্গে ৮০ জন শ্রমিক কাজ করছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২০:৩১
Share:

মেদিনীপুরে চলছে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মেদিনীপুর শহর জুড়ে। নজরদারি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে সভাস্থল কলেজ মাঠ এলাকা। শহরেও বাড়ানো হয়েছে নিরপত্তা ব্যবস্থা। মূল মঞ্চ এবং ছাড়াও ২ পাশে ২টি মঞ্চ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই গোটা সভাস্থলে ২৪ ঘণ্টা মোতায়েন থাকছে পুলিশি পাহারা। দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন জেলা প্রশাসন আধিকারিকরা।

Advertisement

সভাস্থলে মূল মঞ্চটি তৈরি হচ্ছে ২০ ফুট বাই ২০ ফুট মাপের। সেই মঞ্চ থেকে প্রায় ১৫ ফুট দূরে ২ দিকে ২ মঞ্চ তৈরি হচ্ছে ৩০ ফুট বাই ৩০ ফুট মাপের। মূল মঞ্চের সামনে ৩০০ ফুট বাই ৩৫০ ফুটের সামিয়ানা থাকছে। মূল মঞ্চ ছাড়া বাকি ২টি মঞ্চে বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি ও প্রথম সারির নেতারা বসবেন।

মঞ্চ তৈরির দায়িত্বে থাকা ডেকরেটরের তরফে বাবলু রায় জানিয়েছেন, শনিবার রাতের মধ্যে মঞ্চ ও আনুষঙ্গিক কাজ শেষ করে দিতে বলা হয়েছে। সেই কারণে এক সঙ্গে ৮০ জন শ্রমিক কাজ করছেন।

Advertisement

সভা নিয়ে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “ব্লক পুরসভা এলাকা থেকে মুখ্যমন্ত্রীর এই সভায় প্রায় দেড় লাখের বেশি কর্মী সমর্থক আসবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন