Deaths In Kharagpur

খড়্গপুরে নির্মীয়মান কারখানার কাজ করার সময়ে দুর্ঘটনা, মৃত্যু দুই শ্রমিকের! উত্তেজনা এলাকায়

মৃতদের নাম চন্দন অধিকারী (৩৯) এবং ধনঞ্জয় মিদ্দা (৪১)। চন্দনের বাড়ি খড়্গপুর লোকাল থানার গোকুলনগরে। ধনঞ্জয় উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

নির্মীয়মান কারখানায় কাজ করার সময় মৃত্যু হল দুই শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম চন্দন অধিকারী (৩৯) এবং ধনঞ্জয় মিদ্দা (৪১)। চন্দনের বাড়ি খড়্গপুর লোকাল থানার গোকুলনগরে। ধনঞ্জয় উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। শুক্রবার অন্যান্য শ্রমিকের সঙ্গে প্রায় ২৫ মিটার উঁচুতে উঠে কাজ করছিলেন দুই শ্রমিক। অসাবধানতাবশত দু’জনেই নীচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দু’জনে।

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক ধরে খড়্গপুরের সাহাচকে বন্ধ থাকা একটি কারখানা খোলার ঘোষণা হয়। কারখানায় অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করছিলেন ওই দু’জন। দুই শ্রমিক কাজ করার সময় ‘সেফটি মেজারমেন্ট’ ব্যবহার করেছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

Advertisement

ওই খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া। তিনি বলেন, ‘‘দুপুরে খবর পাই, বন্ধ থাকা কারখানা অন্য একটি গোষ্ঠী চালু করার জন্য কাজ করাচ্ছিল। একটি ঠিকাদারি সংস্থা ওই কাজ করছিল। সেখানে কাজ করার সময় প্রায় ২৫ মিটার উপর থেকে পড়ে যান দু’জন। তাঁদের হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিবারের কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। আমরা শ্রমিকদের পক্ষে। প্রয়োজনে আমরাও কথা বলব।’’ যদিও কারখানা কর্তৃপক্ষের এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement