মাধ্যমিকের তারা

ক্রিকেট খেলেও অঙ্কে একশো

মেদিনীপুর শহরে মাধ্যমিকে কৃতীদের অন্যতম অম্লান চক্রবর্তী। মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৭৩।

Advertisement
শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০০:৫২
Share:

অম্লান চক্রবর্তী

মেদিনীপুর শহরে মাধ্যমিকে কৃতীদের অন্যতম অম্লান চক্রবর্তী। মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৭৩। বাবা পবনবাবু স্কুল শিক্ষক। মা অজন্তাদেবী গৃহবধূ। অম্লান বাংলায় পেয়েছে ৯০, ইংরাজিতে ৯৪, গণিতে ১০০, জীবনবিজ্ঞানে ১০০, ভৌতবিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯১, ভূগোলে ৯৮।

Advertisement

এই মেধাবী ছাত্রের কথায়, “পরীক্ষা ভাল হয়েছিল। জানতাম ভাল ফল হবে।” অবসরে গোয়েন্দা গল্পের বই পড়ে। যেমন ফেলুদা, ব্যোমকেশ, শঙ্কু, পাণ্ডব গোয়েন্দা। ক্রিকেট খেলতেও ভালবাসে। তার কথায়, “এক সময় খুব ক্রিকেট খেলেছি। এখনও সময় পেলেই মাঠে যাই।” ঘড়ি ধরে পড়তে বসা হয় না। যখন ইচ্ছে হয়, তখনই পড়তে বসে। অম্লান বলছিল, “বাঁধাধরা রুটিন বলে কিছু নেই। যখন মনে হয়েছে পড়েছি। তবে দিনে ৪-৫ ঘন্টা মন দিয়ে পড়েছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন