দূষণ রোধে সংস্কার শুরু কোলাঘাটে

তাপবিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হল দ্বিতীয় ইউনিটও

দিন কয়েক আগেই দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন বন্ধ করা হয়েছিল। গত বুধবার জাতীয় পরিবেশ আদালত ফের নির্দেশ দেয়, তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণসৃষ্টিকারী তিনটি ইউনিট বন্ধ করে দ্রুত সংস্কার করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪৫
Share:

দিন কয়েক আগেই দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন বন্ধ করা হয়েছিল। গত বুধবার জাতীয় পরিবেশ আদালত ফের নির্দেশ দেয়, তাপবিদ্যুৎ কেন্দ্রে দূষণসৃষ্টিকারী তিনটি ইউনিট বন্ধ করে দ্রুত সংস্কার করতে হবে। আদালতের নির্দেশ মেনে সংস্কার কাজের জন্য শুক্রবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটেও উৎপাদন বন্ধ করে দেন কর্তৃপক্ষ।

Advertisement

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট ছ’টি ইউনিট রয়েছে। উৎপাদন ক্ষমতা ১২৬০ মেগাওয়াট। এরমধ্যে তিনটি ইউনিট বন্ধ থাকায় উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেক হয়ে গেল।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার তাপসকুমার পাত্র জানান, সংস্কারের জন্যই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি কিছু দিন আগেই বন্ধ করা হয়েছিল। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে গত বুধবার তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ করা হয়। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ইউনিটটিও বন্ধ করা হয়েছে। বাকি তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চালু রয়েছে। ফলে উৎপাদন আগের চেয়ে কম হবে।

Advertisement

ছাইদূষণের জেরে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এলাকায় চাষের ক্ষতির অভিযোগে প্রায়ই সরব হয় স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে নালিশ জানায় এলাকার একাধিক সংগঠন। তারপরেও ছাই দূষণ রোধে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সামান্য কয়েকটি ব্যবস্থা নিয়ে দায় সেরেছে বলে অভিযোগ। পর্ষদের নির্দেশ মেনে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট সংস্কারের জন্য রাজ্য সরকার ১০০ কোটি বরাদ্দও করে। এরপর গত বুধবার বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ করে দ্রুত সংস্কারের নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement