কটাক্ষ তৃণমূলের

গণতন্ত্র রক্ষা-সহ বেশ কিছু দাবিতে রবিবার মেদিনীপুর শহরে সমাবেশ করে ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। সভায় সকলেই একহাত নিয়েছেন রাজ্য সরকারকে। নেতৃত্বের বক্তব্য, রাজ্যে গণতন্ত্র শুধু বিপন্ন নয়, বিপর্যস্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০০:৫২
Share:

গণতন্ত্র রক্ষা-সহ বেশ কিছু দাবিতে রবিবার মেদিনীপুর শহরে সমাবেশ করে ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। সভায় সকলেই একহাত নিয়েছেন রাজ্য সরকারকে। নেতৃত্বের বক্তব্য, রাজ্যে গণতন্ত্র শুধু বিপন্ন নয়, বিপর্যস্ত। এ দিনের সমাবেশ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে শাসক-শিবিরে। তবে প্রকাশ্যে কেউ গুরুত্ব দিতে নারাজ। দলের জেলা সভাপতি দীনেন রায়ের কটাক্ষ, “বাম আমলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। সিপিএমের কাছ থেকে গণতন্ত্রের সংজ্ঞা শিখতে হবে না কি! গণতন্ত্র রয়েছে বলেই এখন যে কেউ যে কোনও কর্মসূচি করতে পারেন।’’ একধাপ এগিয়ে জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ বলেন, “সিপিএমের নামে আর লোক হয় না। তাই অন্য নাম নিয়ে রাস্তায় নেমেছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement