ঘাটাল আদালতে আজ সাজা ঘোষণা

দু’চোখে অ্যাসিড কাণ্ডে সাতজন দোষী সাব্যস্ত

লোহার রড দিয়ে মারধর এবং চোখে অ্যাসিড ঢেলে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সাতজনকে দোষী সাব্যস্ত করলেন ঘাটালের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দেবপ্রসাদ নাথ।

Advertisement

নিজস্ব সংবাদাতা

ঘাটাল শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:২৭
Share:

লোহার রড দিয়ে মারধর এবং চোখে অ্যাসিড ঢেলে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার সাতজনকে দোষী সাব্যস্ত করলেন ঘাটালের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দেবপ্রসাদ নাথ। আজ, শুক্রবার অভিযুক্তদের সাজা ঘোষণা করবেন বিচারক। সরকারি আইনজীবী চিত্তরঞ্জন কর্মকার বলেন, “অ্যাসিড কাণ্ডে একসঙ্গে সাত অভিযুক্তের এই প্রথম আদালতে সাজা ঘোষণা হবে।”

Advertisement

ঘাটাল আদালত সূত্রে খবর, ২০০৪ সালের ২০ মার্চ দাসপুর থানার পাইকানলক্ষী গ্রামের বাসিন্দা সৈয়দ আলি হোসেন জমিতে সেচের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ওই দিন সন্ধ্যায় ফাঁকা মাঠে শেখ আলাউদ্দিনের নেতৃত্বে অভিযুক্তরা চড়াও হয় আলি হোসেনের উপর। স্থানীয় পাইকানলক্ষ্মী, বাজকা গ্রামের মোট ১২জন ওই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন। মারধরের সঙ্গে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের পর দু’চোখেই অ্যাসিড ঢেলে তাঁকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনার পরই যন্ত্রণায় ছটফট করতে থাকেন সৈয়দ আলি হোসেন। স্থানীয়রাই তাঁকে দাসপুর গ্রামীণ ও ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরদিনই তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তাঁর দু’টি চোখই নষ্ট হয়ে যায়। মাস কয়েক আগে তাঁর মৃত্যু হয়।

সূত্রের খবর, সৈয়দ আলি হোসেন গ্রাম কমিটির সম্পাদকের দায়িত্বে ছিলেন। গ্রাম্য বিবাদ-সহ অনান্য ঘটনায় বিচার করতেন সৈয়দ আলি হোসেন। সরকারি আইনজীবী চিত্তরঞ্জন কর্মকার বলেন, “বিচার পছন্দ না হওয়ায় শেখ আলাউদ্দিন-সহ তার দলবল সৈয়দ আলি হোসেনের উপর হামলা চালায়।” সূত্রের খবর, দীর্ঘ ১৩ বছর ধরে বিচার চলার পর বৃহস্পতিবার বিচারক সাতজনকে দোষী সব্যস্ত করেন। উপযুক্ত প্রমাণের অভাবে চারজন বেকসুর খালাস পান আর বিচার চলাকালীন এক অভিযুক্ত মারা যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন