অনিয়মের অভিযোগে পূর্বে শো-কজ রেশন ডিলারদের

রেশন ও কেরোসিন ডিলারদের দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত এক বছরে পূর্ব মেদিনীপুর জেলার ৩৫ জন ডিলারকে শো-কজ করেছে খাদ্য দফতর। এছাড়াও দুর্নীতির অভিযোগে জেলার ভগবানপুর- ২ ব্লকের এক রেশন ডিস্ট্রিবিউটরকে বরখাস্ত করা হয়েছে। অনিয়মের অভিযোগে কাঁথি শহরের রেশন ডিস্ট্রিবিউটরের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:১৮
Share:

রেশন ও কেরোসিন ডিলারদের দোকানে বিভিন্ন অনিয়মের অভিযোগে গত এক বছরে পূর্ব মেদিনীপুর জেলার ৩৫ জন ডিলারকে শো-কজ করেছে খাদ্য দফতর। এছাড়াও দুর্নীতির অভিযোগে জেলার ভগবানপুর- ২ ব্লকের এক রেশন ডিস্ট্রিবিউটরকে বরখাস্ত করা হয়েছে। অনিয়মের অভিযোগে কাঁথি শহরের রেশন ডিস্ট্রিবিউটরের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা খাদ্য নিয়ামক রণজিৎ গোস্বামী বলেন, ‘‘জেলার বিভিন্ন এলাকায় রেশন ও কেরোসিন দোকান পরিদর্শন করার সময় যেখানে অনিয়মের হদিশ পাওয়া গিয়েছে সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার দুই রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এদের মধ্যে এক রেশন ডিস্ট্রিবিউটরকে বরখাস্ত করা হয়েছে। আর একজনের জরিমানা করা হয়েছে।’’

Advertisement

জেলা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, খাদ্য দফতরের সরবরাহ করা চিনি, চাল, গম, কেরোসিন বণ্টন করার জন্য জেলার প্রতিটি এলাকায় রেশন ডিলার ও কেরোসিন ডিলারদের দোকান রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৮৩৫ জন রেশন ডিলার রয়েছেন। কেরোসিন বন্টনের জন্য জেলায় মোট ১৬২৬ জন কেরোসিন ডিলার রয়েছেন। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে এইসব খাদ্য সামগ্রী ও কেরোসিন বন্টন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ জমা পড়ে খাদ্য দফতর সহ স্থানীয় প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে খাদ্য দফতর নানাভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আবার খাদ্য দফতরের তরফে জেলার বিভিন্ন এলাকায় থাকা রেশন দোকান ও কেরোসিন দোকানে আচমকা পরিদর্শনে গিয়ে নানা বিষয় খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময়ও বিভিন্ন অনিয়ম ধরা পড়লে নানা শাস্তিমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

একইভাবে রেশন দোকানগুলিতে খাদ্য দ্রব্য সরবরাহের জন্য জেলার প্রায় প্রতিটি ব্লকে এক বা একাধিক ডিস্ট্রিবিউটর রয়েছেন। তাঁদের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগে একইভাবে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। এভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রেশন ও কেরোসিন ডিলারদের দোকানে নানা অনিয়মের অভিযোগে গত ২০১৪ সালের পয়লা এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ (২০১৪-১৫ আর্থিক বছর ) পর্যন্ত এই এক বছরে জেলার মোট ৩৫ জন ডিলারকে শো-কজ করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগে রেশন ও কেরোসিন ডিলারদের কাছে থেকে মোট ১ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে খাদ্য দফতর জানিয়েছে।

Advertisement

জেলা খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রেশন দোকানে খাদ্যদ্রব্য সরবরাহের দায়িত্বে থাকা জেলার দুই ডিস্ট্রিবিঊটরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার ভগবানপুর-২ ব্লকের এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদামে পরিদর্শনের সময় সেখানে যে পরিমাণ খাদ্যসামগ্রী মজুত থাকার কথা তার চেয়ে কম খাদ্যসামগ্রী মজুত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। ওই ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে তদন্তে দুর্নীতির প্রমাণ মেলায় সম্প্রতি ওই ডিস্ট্রিবিউটরকে বরখাস্ত করা হয়েছে। অন্য দিকে কাঁথি শহরের এক ডিস্ট্রিবিউটর আর্থিক অনিয়ম করায় সম্প্রতি তাঁর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন