স্মৃতি ইরানির সভাস্থল চূড়ান্ত

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সভাস্থল চূড়ান্ত করলেন বিজেপি নেতৃত্ব। ঠিক হয়েছে, আগামী ২৭ মে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সভা করবেন স্মৃতি। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহও। বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “সভাস্থল চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ মে বিদ্যাসাগর হলেই আলোচনা সভা হবে।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০০:২৪
Share:

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির সভাস্থল চূড়ান্ত করলেন বিজেপি নেতৃত্ব। ঠিক হয়েছে, আগামী ২৭ মে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে সভা করবেন স্মৃতি। উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংহ, দলের রাজ্য সভাপতি রাহুল সিংহও। বিজেপির জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় বলেন, “সভাস্থল চূড়ান্ত হয়েছে। আগামী ২৭ মে বিদ্যাসাগর হলেই আলোচনা সভা হবে।”

Advertisement

কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপনে উপলক্ষেই মেদিনীপুরে আসছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তবে তাঁর সভার জন্য জেলা পরিষদের সভাঘর চেয়েও পায়নি বিজেপি। গত শুক্রবার জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহের দফতরে গিয়ে সভাঘর ভাড়ায় নেওয়ার আর্জি জানান দলের জেলা সভাপতি তুষারবাবু। কিন্তু উত্তরাদেবী জানিয়ে দেন, ওই দিন জেলা পরিষদের সভাঘরে গ্রামীণ চিকিত্‌সকদের নিয়ে বৈঠক রয়েছে। তাই সভাঘর দেওয়া যাবে না।

শেষমেশ তাই বিদ্যাসাগর হলেই সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির জেলা সভাপতি তুষারবাবু এদিনও বলেন, “আমার মনে হয়েছে, চাইলে কেন্দ্রীয় মন্ত্রীর সভার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষ ওই সভাঘর ভাড়ায় দিতে পারতেন। জেলা পরিষদের বৈঠক অন্য কোনও সভাঘরেও করা যেত। কিন্তু, কর্তৃপক্ষ আমাদের ওই সভাঘর ভাড়ায় দিতে ইচ্ছুক নন।” জেলা পরিষদ কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন