২৭শে শহরে স্মৃতি ইরানি

ঘটা করে রাজ্য সরকারের বর্ষপূর্তি পালন করছে তৃণমূল। এ বার কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তি পালনে এ রাজ্যে নানা অনুষ্ঠানের পরিকল্পনা নিল বিজেপি। আগামী ২৬ মে জেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি হবে বলে জানিয়েছেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। এই উপলক্ষে জেলায় আসছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:১৪
Share:

ঘটা করে রাজ্য সরকারের বর্ষপূর্তি পালন করছে তৃণমূল। এ বার কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তি পালনে এ রাজ্যে নানা অনুষ্ঠানের পরিকল্পনা নিল বিজেপি। আগামী ২৬ মে জেলার বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি হবে বলে জানিয়েছেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়। এই উপলক্ষে জেলায় আসছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। আগামী ২৭ মে মেদিনীপুর শহরে দলের এক সভায় যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার তুষারবাবু বলেন, “বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ২৭ মে মেদিনীপুর শহরের সভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থাকবেন।” কেন্দ্রীয় সরকারের সাফল্য নিয়ে দেশ জুড়ে জোরদার প্রচার চাইছে বিজেপি। এ রাজ্যেও প্রচার হবে। প্রচারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের দিকগুলোই তুলে ধরা হবে। বিজেপির জেলা সভাপতি তুষারবাবু বলেন, “কেন্দ্রীয় সরকারের সাফল্য নিয়ে জেলা জুড়ে জোরদার প্রচার চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement