সৌর বিদ্যুতে পানীয় জল ঝাড়গ্রামে

জঙ্গলমহলের গ্রামীণ এলাকায় সৌরশক্তিচালিত পানীয় জল সরবরাহ প্রকল্প রূপায়ণে এগোচ্ছে ঝাড়গ্রাম ব্লক। জঙ্গলমহল অ্যাকশন প্ল্যানের টাকায় ঝাড়গ্রাম ব্লকের কালীনগর লোধাপাড়া, জারালাটা লোধাপাড়া, সিমলি আদিবাসী পাড়া, জমিদারডাঙা আদিবাসী পাড়া ও শুকনিবাসার রানা পাড়ার মতো এলাকাগুলিতে জল প্রকল্প চালু হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঝাড়গ্রাম শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

জঙ্গলমহলের গ্রামীণ এলাকায় সৌরশক্তিচালিত পানীয় জল সরবরাহ প্রকল্প রূপায়ণে এগোচ্ছে ঝাড়গ্রাম ব্লক।

Advertisement

জঙ্গলমহল অ্যাকশন প্ল্যানের টাকায় ঝাড়গ্রাম ব্লকের কালীনগর লোধাপাড়া, জারালাটা লোধাপাড়া, সিমলি আদিবাসী পাড়া, জমিদারডাঙা আদিবাসী পাড়া ও শুকনিবাসার রানা পাড়ার মতো এলাকাগুলিতে জল প্রকল্প চালু হয়ে গিয়েছে। আড়াইশো হতদরিদ্র পরিবারকে ভুগর্ভস্থ পরিস্রুত পানীয় জল সরবরাহ করা হচ্ছে।

ঝাড়গ্রামের বিডিও সুদর্শন চৌধুরী এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঝাড়গ্রাম ব্লকের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়ন্ত ঘোষালদের কথায়, “দরিদ্র ওই পরিবারগুলির প্রকল্পের বিল মেটানোর মতো সঙ্গতি নেই। ওই এলাকাগুলিতে সৌরচালিত জল প্রকল্প চালু হয়েছে। এ রকমও আরও ২০টি প্রকল্পের জন্য প্রস্তাব পাঠানো হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন