ফিল্মসিটিতে আগুন চন্দ্রকোনা রোডে

আচমকা আগুনে ক্ষতিগ্রস্ত হল চন্দ্রকোনা রোডের ‘প্রয়াগ ফিল্মসিটি’র একাংশ। রবিবার দুপুরের এই আগুনে পুড়ে গিয়েছে তিনটি ওয়ার্কশপ ও শ্রমিকদের থাকার একাধিক টিনের ছাউনির ঘর। দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। হতাহতের কোনও খবর নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ০১:৪৮
Share:

ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন।নিজস্ব চিত্র।

আচমকা আগুনে ক্ষতিগ্রস্ত হল চন্দ্রকোনা রোডের ‘প্রয়াগ ফিল্মসিটি’র একাংশ। রবিবার দুপুরের এই আগুনে পুড়ে গিয়েছে তিনটি ওয়ার্কশপ ও শ্রমিকদের থাকার একাধিক টিনের ছাউনির ঘর। দমকলের তিনটি ইঞ্জিন ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনে। হতাহতের কোনও খবর নেই। ফিল্মসিটির তরফে আধিকারিক পলাশ হালদার বলেন, “আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই বলা সম্ভব নয়।’’ তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওয়ার্কশপে মজুত প্লাই ও ফাইবারের দাহ্য জিনিস থেকেই আগুন ছড়িয়েছে।

Advertisement

‘প্রয়াগ ফিল্মসিটি’ সূত্রের খবর, রবিবার দুপুর দু’টো নাগাদ ফিল্মসিটির অস্থায়ী কর্মীরা প্রথমে ধোঁয়া দেখতে পান। গোড়ায় ফিল্মসিটির নিজস্ব দমকলের কর্মীরাই একটি ইঞ্জিন ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ওয়ার্কশপ ও শ্রমিক আবাসনের সামনে ঝোপ-জঙ্গল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছিল এক-দেড় কিলোটার দূর থেকেও। খবর পেয়ে আশপাশের গ্রামের লোক জড়ো হয়ে যায়। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন ছুটির দিনে ফিল্মসিটি দেখতে আসা পর্যটকেরাও। শেষে মেদিনীপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে ৪৫০ একর জমির উপর তৈরি এই ফিল্মসিটির উদ্বোধন হয় ২০১২ সালের এপ্রিলে। উদ্বোধনে এসেছিলেন বলিউড তারকা শাহরুখ খান। তারপর থেকে যোদ্ধা, জুলফিকর-সহ বেশ কিছু বাংলা সিনেমার শ্যুটিং হয়েছে এখানে। হয়েছে বাংলা ও হিন্দি সিরিয়ালের শ্যুটিংও। সম্প্রতি এখানে শ্যুটিংয়ের কাজ বন্ধ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement