Soumitra Khan

মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী কেন্দ্র: সৌমিত্র

সংগঠনের বৈঠক শেষে সৌমিত্র পৌঁছন ঘাটালের মনসুকার চাণক পাড়ায়। বিজেপি কর্মীরা বাইক র‌্যালি করে নিয়ে যান তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০৩:০০
Share:

মনসুকায় সৌমিত্র খাঁ। নিজস্ব চিত্র।

সামনেই বিধানসভা ভোট। তার আগে ফের রাজনৈতিক মঞ্চে উঠে এল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা।

Advertisement

রবিবার ঘাটালের মনসুকায় এক সভায় এসে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ দাবি করলেন, ‘‘কেন্দ্র সরকার উদ্যোগী ছিল। তৃণমূল মাস্টার প্ল্যান তৈরিতে কোনও আগ্রহ দেখায়নি।’’ তিনি জুড়লেন, ‘‘ঘাটাল সব দিয়েই বঞ্চিত। রাজ্যে ক্ষমতায় এলে ঘাটালবাসীর সমস্ত দাবি পূরণ করবে বিজেপি।”

সম্প্রতি সৌমিত্রের স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েছেন। এ দিন সেই প্রসঙ্গ এনে মঞ্চে তিনি বলেন, ‘‘শ্বশুরবাড়ির লোককে ভুল বুঝিয়ে ঘরের লক্ষ্মীকে কেড়ে নিয়েছে তৃণমূল। ভেবেছিল ভেঙে পড়ব। আমি পাথরের দেশের মানুষ। অত সহজে হাল ছাড়ব না। তৃণমূল উচিত শিক্ষা পাবে।” এ দিন সভা সেরে বীরসিংহে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মালা পরিয়ে তাঁকে শ্রদ্ধা জানান তিনি।

Advertisement

মনসুকার সভার আগে ঘাটাল সাংগাঠনিক যুব মোর্চার জেলা কার্যকরণ বৈঠকেও যোগ দেন তিনি। যুব মোর্চা সূত্রে খবর, সেখানে দলের কর্মসূচিতে যুবকদের যোগ কতটা সে বিষয়ে খোঁজ নেন। ভোটের আগে যুব কর্মীদের মন চাঙ্গা করতে নানা পরামর্শও দেন। এখন অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন। তাঁদের কাছে টেনে নেওয়ার কথা বলেন। বৈঠকে ছিলেন ঘাটাল সাংগাঠনিক জেলা যুব মোর্চার সভাপতি রাজু আড়ি, সংগঠনের সহ সভাপতি রাজু সরকার, বিজেপির সহ সভানেত্রী হাসি হালদার, গণেশ মান্না প্রমুখ।

সংগঠনের বৈঠক শেষে সৌমিত্র পৌঁছন ঘাটালের মনসুকার চাণক পাড়ায়। বিজেপি কর্মীরা বাইক র‌্যালি করে নিয়ে যান তাঁকে। গত লোকসভা ভোটের পর থেকেই মনসুকায় শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির। প্রায়ই ওই এলাকায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ চলছে। রবিবার সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের গাফিলতির জন্যই স্বর্ণশিল্পীদের ভিন রাজ্যে কাজ করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভোটকে সামনে রেখে বেশ কয়েক মাস ধরেই ঘাটাল এলাকায় টানা সভা করছে বিজেপি। কয়েকদিনের মধ্যেই চন্দ্রকোনায় দিলীপ ঘোষের সভা করার কথা। চলতি মাসেই আবার ঘাটালে সভা করতে আসবেন শুভেন্দু অধিকারী। সেখানে ঘাটাল এলাকার শুভেন্দু অনুগামীদের অনেকে যোগদান করতে পারেন। ঘাটাল শহরের একাধিক প্রাক্তন কাউন্সিলর সেই তালিকায় রয়েছেন বলে সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন