Mamata Banerjee

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর মঞ্চে কি আদিবাসী রাজনীতির নতুন সমীকরণ!

সোমবারের অনুষ্ঠান যে জঙ্গলমহলের রাজনীতিতে নতুন সমীকরণ যোগ করতে পারে তার ইঙ্গিত মিলেছে আমন্ত্রিত তালিকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ০৬:০৫
Share:

ফাইল চিত্র।

বিধানসভা ভোটে তাঁকে উজাড় করে সমর্থন জানিয়েছে জঙ্গলমহল। তারপরে প্রথমবার ঝাড়গ্রামে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ্য, বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যস্তরের সরকারি অনুষ্ঠানের উদ্বোধন। কাল, সোমবার ৯ অগস্ট ঝাড়গ্রাম স্টেডিয়ামে ওই অনুষ্ঠান হবে। জঙ্গলমহলের এই জেলার চারটি বিধানসভা আসনই জিতেছে তৃণমূল। তারপরে এখানে এসে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রী কপ্টারে ঝাড়গ্রামে আসবেন। আদিবাসী দিবসের রাজ্যস্তরীয় অনুষ্ঠানের উদ্বোধন করে আদিবাসী সম্প্রদায়ের কৃতী ব্যক্তিত্বদের সংবর্ধনা জানাবেন তিনি। রাত্রিযাপন করবেন পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ‘সুবর্ণরেখা’ স্যুইটে। জেলায় এসে তিনি সাংগঠনিক কিছু রদবদল করতে পারেন বলেও জানাচ্ছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী কপ্টারে ঘাটালে যেতে পারেন। তবে কোনও প্রশাসনিক বৈঠক হচ্ছে না। জেলাশাসক জয়সি দাশগুপ্ত বলছেন, ‘‘কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠানটি হচ্ছে।’’

মুখ্যমন্ত্রীর সফরের আগে শনিবার ঝাড়গ্রাম ঘুরে যান জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। মুখ্যমন্ত্রী যে আদিবাসীদের প্রতি বিশেষ সহানুভূতিশীল তা মনে করিয়ে মানস এ দিন বলেন, ‘‘আদিবাসী মানুষের স্বার্থে উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আদিবাসী মানুষদের ভালবাসেন। এমনকি মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলাকেও জীবন দিয়ে ভালবাসেন।’’ সোমবারের অনুষ্ঠান যে জঙ্গলমহলের রাজনীতিতে নতুন সমীকরণ যোগ করতে পারে তার ইঙ্গিত মিলেছে আমন্ত্রিত তালিকায়। সেখানে আমন্ত্রণ পেয়েছেন ঝাড়খণ্ড অনুশীলন পার্টির কেন্দ্রীয় সভাপতি আদিত্য কিস্কু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত খাটুয়া ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভোলানাথ মাহাতো। শনিবারই তাঁদের কাছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। আমন্ত্রণ পেয়ে খুশি অসিত খাটুয়া বলছেন, ‘‘এই আমন্ত্রণেই স্পষ্ট যে মুখ্যমন্ত্রী আমাদের ভুলে যাননি। জঙ্গলমহলের উন্নয়নের স্বার্থে ও বিচ্ছিন্নতাকামী শক্তিকে ঠেকাতে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করেছিলাম।’’

Advertisement

যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার মা ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর নেত্রী চুনিবালা হাঁসদা। মেয়ে তৃণমূলের মন্ত্রী হলেও চুনিবালা তাঁর স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় বজায় রেখেছেন। তাঁর কথায়, ‘‘বিনা আমন্ত্রণে তো কোনও অনুষ্ঠানে যাওয়া উচিত নয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনও আমন্ত্রণপত্র পাইনি। এ বার ভোটে তৃণমূলকে তো আমরাও সমর্থন করেছিলাম।’’ বন প্রতিমন্ত্রী হিসেবে বিরবাহা অবশ্য শুক্রবারই অনুষ্ঠানের আয়োজক রাজ্য আদিবাসী উন্নয়ন দফতরের তরফে আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলছেন, ‘‘করোনা আবহে সব দিক খতিয়ে দেখে পদক্ষেপ করছে প্রশাসন। তাই কে আমন্ত্রণ পেলেন আর কে পেলেন না এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement