Iran-Israel Conflict

অপেক্ষা আরও দীর্ঘ হল! রবিবারও ইজ়রায়েল থেকে রওনা দিতে পারলেন না ভারতীয় গবেষক, চিন্তায় পরিবার

রবিবার দেশের উদ্দেশে ইজ়রায়েল থেকে রওনা দেওয়ার আশা ছিল তাঁর। কিন্তু রবিবারও ফেরার কোনও ব্যবস্থা হল না। অপেক্ষায় এবং দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর বাবা-মায়েরও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২৩:২৪
Share:

অনিরুদ্ধ বেরা। — নিজস্ব চিত্র।

ইজ়রায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। চলছে মুহুর্মুহু ঘাত-প্রতিঘাত। এরই মাঝে দেশে ফেরার অপেক্ষা আরও বাড়ল পশ্চিম মেদিনীপুরের শালবনির যুবক অনিরুদ্ধ বেরার। রবিবার দেশের উদ্দেশে ইজ়রায়েল থেকে রওনা দেওয়ার আশা ছিল তাঁর। কিন্তু রবিবারও ফেরার কোনও ব্যবস্থা হল না। অপেক্ষায় এবং দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর বাবা-মায়েরও।

Advertisement

অনিরুদ্ধের সঙ্গে কথা বলার পরে পরিবারের লোকজনের চিন্তা কিছুটা কমেছে। তাঁর বাবা বলেন, “সকাল থেকে বেশ কয়েক বার কথা হয়েছে ছেলের সঙ্গে। আমাদের আবেদন প্রশাসন ও সরকার যেন ব্যবস্থা নেয় আমার ছেলেকে দেশে ফেরানোর জন্য। অনিরুদ্ধের বাবা আরও বলেন, “শালবনি থানা থেকে ফোন করে ছেলের সম্বন্ধে খোঁজ খবর নিয়েছিল। আশা করছি সামনের সপ্তাহে দেশে ফিরবে ছেলে।”

অনিরুদ্ধ ফোনে বলেন, “আমি অপেক্ষা করছি, অপারেশন সিন্ধুতে নাম নথিভুক্তও করে রেখেছি। প্রশাসনের তরফে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে।”

Advertisement

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাউদি গ্রামের বাবা-মায়ের একমাত্র সন্তান অনিরুদ্ধ ২০২২ সালের নভেম্বর মাস থেকে তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে ক্যানসার বায়োফিজিক্স নিয়ে গবেষণা করছেন। তাঁর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক। একমাত্র ছেলের বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাবা, মা-সহ পরিবারের সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement