শ্রীনু হত্যায় সাক্ষ্যগ্রহণ শুরু ৩০শে

ওই ঘটনার ৮৭ দিনের মাথায় গত ৮ এপ্রিল মেদিনীপুর সিজেএম আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ১৪ জনের নাম রয়েছে। এর মধ্যে আর এক রেলমাফিয়া বাসব রামবাবু-সহ ১৩ জন ধরা পড়েছে। এ দিন এই ১৩ জনের বিরুদ্ধেই চার্জগঠন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ০০:২৮
Share:

ফাইল চিত্র।

রেলমাফিয়া শ্রীনু নায়ডু হত্যা মামলায় চার্জগঠন হল মঙ্গলবার। মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এ দিন এই মামলার চার্জগঠন হয়। মামলার বিশেষ সরকারি আইনজীবী সমরকুমার নায়েক জানান, পরবর্তী দিন ধার্য হয়েছে ৩০ জুন। ওই দিন থেকেই সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

Advertisement

গত ১১ জানুয়ারি বিকেলে খড়্গপুরের নিউ সেটলমেন্ট এলাকায় তৃণমূলের ১৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় শ্রীনু ও তার সঙ্গী ধর্মা রাও। জখম হয় আরও তিনজন। এই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর শ্রীনুর স্ত্রী পূজা নায়ডু।

ওই ঘটনার ৮৭ দিনের মাথায় গত ৮ এপ্রিল মেদিনীপুর সিজেএম আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ১৪ জনের নাম রয়েছে। এর মধ্যে আর এক রেলমাফিয়া বাসব রামবাবু-সহ ১৩ জন ধরা পড়েছে। এ দিন এই ১৩ জনের বিরুদ্ধেই চার্জগঠন হয়। ধৃতদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, বিস্ফোরক আইন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় চার্জগঠন হয়েছে। ঘটনায় আর এক অভিযুক্ত কে কাশী রাও অবশ্য এখনও পলাতক। চার্জশিটে পুলিশ জানিয়ে দিয়েছে, রামবাবুই ঘটনার মূলচক্রী। গত ২৮ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের তানুকা থেকে রামবাবুকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

অভিযুক্তপক্ষের আইনজীবীরা একাধিক আবেদন করেছিলেন। এ দিন শুরুতে সেই সব আবেদনের শুনানি হয়। সেগুলির নিষ্পত্তি হয়। এরপরই চার্জগঠনের শুনানি শুরু হয়। মঙ্গলবার কড়া নিরাপত্তায় বাসব রামবাবু সহ ধৃত ১৩ জনকে মেদিনীপুরের বিশেষ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে নিয়ে আসা হয়। অনভিপ্রেত ঘটনা এড়াতে আদালত চত্বরে বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ছিল। কোনও গোলমাল হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন