প্রশাসনিক বৈঠকে সুব্রত

মেদিনীপুরে এক প্রশাসনিক বৈঠক হল বুধবার। মেদিনীপুর সার্কিট হাউসে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিব সৌরভ দাস, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সুশান্ত চক্রবর্তী প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৪
Share:

মেদিনীপুরে এক প্রশাসনিক বৈঠক হল বুধবার। মেদিনীপুর সার্কিট হাউসে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রধান সচিব সৌরভ দাস, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সুশান্ত চক্রবর্তী প্রমুখ। বৈঠকে বেশ কিছুক্ষণ ছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, মিশন নির্মল বাংলা, পানীয় জলপ্রকল্প প্রভৃতি নিয়ে আলোচনা হয়। বন্যা পরিস্থিতির জেরে পশ্চিম মেদিনীপুরের শতাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে প্রয়োজন বেশ কয়েক কোটি টাকা। প্রয়োজনীয় অর্থ চেয়ে রাজ্যের কাছে ইতিমধ্যে দরবার করা হয়েছে বলেই প্রশাসনিক সূত্রে খবর। বৈঠকে উপস্থিত বিডিওদের প্রয়োজনীয় নির্দেশ দেন প্রধান সচিব। মন্ত্রীও জানান, একশো দিনের কাজের উপরে জোর দিতে হবে। বৈঠক শেষে জেলা প্রশাসনের এক কর্তা বলেন, “বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই পর্যালোচনা হয়েছে। কোন প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, তা উঠে এসেছে।” ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত মেরামত করা হবে বলেও জেলা প্রশাসনের ওই কর্তা জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন