উপ-নির্বাচন

ভোটের মঞ্চে নোটের খোঁচা

নোট বদলের ইস্যুতে ভোট প্রচারের মঞ্চেই বিজেপি-কে আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০০:৪৯
Share:

নোট বদলের ইস্যুতে ভোট প্রচারের মঞ্চেই বিজেপি-কে আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নন্দকুমারের খঞ্চি হাইস্কুল ময়দানে আয়োজিত এক সভায় শুভেন্দুবাবু বলেন, ‘‘বিজেপি বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে আনার কথা বলেছিল। ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ৫০০, ১০০০ টাকার নোট আর চলবে না। আপনি, আমি সে কথা জানতে পারিনি। কিন্তু বিজেপি-র লোকেরা জানতে পেরে গিয়েছিল।’’

Advertisement

সভায় সিপিএমের তুলে দেওয়া খতিয়ান দেখিয়ে শুভেন্দু বলেন, ১ নভেম্বর থেকে ৮ নভেম্বরের মধ্যে তিন কোটি টাকা জমা পড়েছে বিজেপির অ্যাকাউন্টে। আবার সেই শুভেন্দুই পরিবারতন্ত্রের অভিযোগ তোলা সিপিএমের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘প্রকাশ কারাত-বৃন্দা কারাত পলিটব্যুরো সদস্য হলে পরিবার তন্ত্র হয় না! বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে এসএফআই নেত্রী হলে, গৌতম দেবের ছেলে যুব নেতা হলে, সূর্যকান্ত মিশ্রের মেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে রাজনীতি করলে পরিবারতন্ত্র হয় না!’’

এ প্রসঙ্গে তমলুকে জেলা সিপিএম কার্যালয়ে দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব বলেন, ‘‘শুভেন্দুবাবু আগেও বিধায়ক হয়েছিলেন, তাঁর বাবা শিশিরবাবু বিধায়ক ছিলেন তা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু সাংসদ হওয়ার পরেও বিধায়ক হলেন শুভেন্দু। কারণ তাঁকে মন্ত্রী হতে হবে। জনগণের টাকা খরচ করে আবার একজন ভাইকে দাঁড় করানো হয়েছে। সেখানে উপ-নির্বাচনের পরিস্থিতি তৈরি করা হল ইচ্ছাকৃত। আপত্তি এখানে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement