উন্নয়নের ক্ষত ‘মেরামতে’ বৈঠক

পুরসভা ও প্রশাসন সূত্রে খবর, জেলা সদর তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট ও নিকাশির উন্নয়ন নিয়ে কাউন্সিলরদের কাছে খোঁজ নেন মহকুমাশাসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ০১:১০
Share:

প্রতীকী ছবি।

আসন্ন পুরভোট নিয়ে প্রশাসনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীপদের আসন সংরক্ষণ তালিকা প্রকাশের জন্য জেলা নির্বাচন দফতরগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি ও এগরা এই তিন পুরসভায় নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনের আগে পুরসভার বিভিন্ন উন্নয়নের কাজে গতি আনতে পুর প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের তরফে সমন্বয় বৈঠক করা হচ্ছে। শুক্রবার তমলুকে সেই বৈঠক হয়ে গেল।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের নির্দেশে সম্প্রতি শহর এলাকায় পুরসভা ও গ্রামীণ এলাকায় পঞ্চায়েত সমিতির কাজে গতি আনতে প্রয়োজনীয় সাহায্য করতে জেলা ও মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকদের নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তমলুক পুরসভায় নোডাল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন ধেনদুপ ভুটিয়া। এ দিন তমলুকের পুরপ্রধান-সহ সমস্ত কাউন্সিলরদের নিয়ে নোডাল অফিসার বৈঠক ডাকেন মহকুমা শাসকের অফিস। বৈঠকে ছিলেন মহকুমাশাসক কৌশিকব্রত সেন।

পুরসভা ও প্রশাসন সূত্রে খবর, জেলা সদর তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাট ও নিকাশির উন্নয়ন নিয়ে কাউন্সিলরদের কাছে খোঁজ নেন মহকুমাশাসক। পুরএলাকায় যে সব উন্নয়ন চলছে তা সময়মত শেষ করতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া ওই সব উন্নয়নমূক কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাউন্সিলরদের কোনও অসুবিধা হচ্ছে কিনা তাও জানতে চান মহকুমাশাসক। বৈঠকে শহরের রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা-সহ নানা সমস্যা নিয়ে প্রশাসনের কাছে যে সব অভিযোগ এসেছে তা পুর কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

Advertisement

এ দিন বৈঠকে শহরে ডেঙ্গি প্রতিরোধে আরও জোর দিয়ে পুর কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরপ্রধান রবীন্দ্রনাথ সেন বলেন, ‘‘শহরের রাস্তাঘাট, নিকাশি-সহ বিভিন্ন উন্নয়নের বিষয়ে মহকুমাশাসক ও নোডাল অফিসার এদিন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। সেখানে কাউন্সিলরদের কোনও অসুবিধা হচ্ছে কিনা জানতে চাওয়া হয়। কিছু ক্ষেত্রে রাস্তাঘাট-সহ বিভিন্ন সমস্যার বিষয়ে প্রশাসন যে অভিযোগ পেয়েছে তা সমাধানে ব্যবস্থা নিতে বলেছে। আমরা দ্রুত এবিষয়ে ব্যবস্থা নেব।’’

মহকুমাশাসক বলেন, ‘‘রাজ্য সরকারের নির্দেশিকা মেনে পুর এলাকার বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনার জন্য সমন্বয় বৈঠক হয়েছে। বৈঠকে তমলুক পুর এলাকার রাস্তাঘাট, নিকাশি-সহ বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়েছে। এর পর পাঁশকুড়া পুরসভা নিয়ে বৈঠক হবে।’’

এমন বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। কারণ, পুর এলাকার উন্নয়ন নিয়ে আলোচনার জন্য পুরপ্রধান-সহ সমস্ত কাউন্সিলরদের নিয়ে এমন বৈঠক সচরাচর হয় না। তমলুক পুরসভা রাজ্যের শাসকদল তৃণমূলেরই নিয়ন্ত্রণে। পুরসভার ২০ জন কাউন্সিলরই তাদের। শাসকদলের একাংশের মতে, পুরসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতা থাকলেও উন্নয়ন নিয়ে পুরবাসীর যাতে ক্ষোভ না থাকে সে জন্য প্রশাসনের তরফেও নজরদারি বাড়ানো হয়েছে। তাই এই বৈঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন