ভূপতিনগর থানার নাজিরবাজার এলাকা থেকে রবিবার এক নাবালিকা কিশোরীকে উদ্ধার করল পুলিশ। ভূপতিনগর থানার ওসি গণেশ বন্দ্যোপাধ্যায় জানান, রবিবার সকালে পরিজনদের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়েছিল ওই কিশোরী। বাজারে আনমনে ওই কিশোরীকে ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। রবিবার বিকেলে কিশোরীকে তার বাবার হেফাজতে দেওয়া হয়।