খড়্গপুরে অস্থায়ী পুরকর্মীদের ইপিএফ

অস্থায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে খড়্গপুর পুরসভা। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এমনই প্রস্তাব গৃহীত হয়েছে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, ‘‘এ বার থেকে পুরসভার অস্থায়ী কর্মীদের ইপিএফ দেওয়ার ব্যবস্থা করব আমরা। এটা ঐতিহাসিক ঘটনা।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ০৭:০৮
Share:

অস্থায়ী কর্মীদের প্রভিডেন্ট ফান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে খড়্গপুর পুরসভা। বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে এমনই প্রস্তাব গৃহীত হয়েছে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, ‘‘এ বার থেকে পুরসভার অস্থায়ী কর্মীদের ইপিএফ দেওয়ার ব্যবস্থা করব আমরা। এটা ঐতিহাসিক ঘটনা।’’

Advertisement

পাশাপাশি প্রবীণ নাগরিকদের আধার কার্ড দ্রুত তৈরি করতে বিশেষ পদক্ষেপ করতে চলেছে পুরসভা। খড়্গপুর শহরে জনসংখ্যার ৫০ শতাংশ মানুষেরও আধার কার্ড নেই। প্রতিদিন ব্যাঙ্কে গিয়ে সমস্যার মুখে পড়েন বাসিন্দারা। বিশেষত পেনশনভোগীরা। পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২০ জুন থেকে পুরসভার ৩৫টি ওয়ার্ডেই আধার কার্ড তৈরি করতে বিশেষ অভিযান চালানো হবে। প্রতি ওয়ার্ডের তিনটি কাউন্টারের মধ্যে একটি শুধুমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য নির্দিষ্ট থাকবে। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “এই বিষয়ে আগেই ডিএমকে চিঠি দিয়েছিলাম। এ বার দ্রুত আধার কার্ড তৈরি করা হবে।”

এ ছাড়াও পুরসভা শহরে অবৈধ জলের সংযোগ ও বোরিং বৈধ করার জন্য দু’মাসের সময়সীমা বেঁধে দেবে। অবৈধ সংযোগে ১ হাজার ও অবৈধ বোরিংয়ে ১৫হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা দিলে যে কেউ সংযোগ ও বোরিং বৈধ করিয়ে নিতে পারবে। শহরের সবুজায়নে বাড়ি বাড়ি গাছ লাগানোর ব্যবস্থাও করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement