নাম জড়াল মানসেরও

ফের মামলায় জড়াল মানস ভুঁইয়ার নাম। সবংয়ে যে তৃণমূল কর্মী খুনে মানসবাবুর নাম অভিযুক্ত হিসেবে দেওয়া হয়েছিল, এ বার সেই নিহতের স্ত্রীকে হুমকি দেওয়ার মামলাতেও জড়াল প্রবীণ এই কংগ্রেস নেতার নাম। দুবরাজপুরের নিহত তৃণমূল কর্মী জয়দেব জানার স্ত্রী মানসী সোমবার রাতে সবং থানায় হুমকির অভিযোগ দায়ের করেছন। মঙ্গলবার পুলিশের তরফে মেদিনীপুর জেলা আদালতে সেই মামলা পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ১১ মে ২০১৬ ০০:৪৫
Share:

ফের মামলায় জড়াল মানস ভুঁইয়ার নাম। সবংয়ে যে তৃণমূল কর্মী খুনে মানসবাবুর নাম অভিযুক্ত হিসেবে দেওয়া হয়েছিল, এ বার সেই নিহতের স্ত্রীকে হুমকি দেওয়ার মামলাতেও জড়াল প্রবীণ এই কংগ্রেস নেতার নাম। দুবরাজপুরের নিহত তৃণমূল কর্মী জয়দেব জানার স্ত্রী মানসী সোমবার রাতে সবং থানায় হুমকির অভিযোগ দায়ের করেছন। মঙ্গলবার পুলিশের তরফে মেদিনীপুর জেলা আদালতে সেই মামলা পাঠানো হয়।

Advertisement

হুমকি ছাড়াও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছে মানসবাবু ও সিপিএমের জেলা কমিটির সদস্য অমলেশ বসুর নামে। তাতে আগাম জামিনের আবেদন করা হয়েছে। গত ৮ এপ্রিল রাতে সবংয়ের মোহাড়ের দুবরাজপুরে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি জয়দেব। মানসবাবু, কংগ্রেসের ব্লক সভাপতি অমল দাস-সহ ২২ জন বাম ও কংগ্রেস নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ১১ জন গ্রেফতারও হয়। আজ, বুধবার সেই মামলার শুনানি রয়েছে। এরই মধ্যে জয়দেবের স্ত্রী মানসীদেবীর অভিযোগ, ৮ মে রাতে ১২ যুবক অস্ত্র হাতে বাড়িতে চড়াও হয়ে খুনের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়। যুবকেরা যাওয়ার সময়ে মানস ভুঁইয়া ও অমলেশ বসু তাঁদের পাঠিয়েছে বলে জানায়। সোমবার ১৪ জনের নামে অভিযোগ জানান মানসীদেবী। তালিকায় ১৩ নম্বরে মানস ভুঁইয়া ও ১৪ নম্বরে অমলেশ বসুর নাম রয়েছে। মানসবাবু এ দিন বলেন, “এলাকায় পুলিশ ক্যাম্প আছে। তাও কী ভাবে হুমকি দেওয়া হল পুলিশের খতিয়ে দেখে মামলা করা উচিত। পুলিশের উঁচু তলার একাংশ ও তৃণমূল মিলে আমাদের অপদস্থ করার চেষ্টা করছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন