West Bengal Assembly Election 2026

তৃণমূলের কোর কমিটি নন্দীগ্রামে

নন্দীগ্রামের দু’টি ব্লকে গত বিধানসভা নির্বাচনের পরে ব্লক সভাপতি হিসেবে দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর পরে গত বছর লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের পুরনো নেতা-কর্মীদের অনেকেই নিষ্ক্রিয় ছিলেন। তার প্রভাব পড়েছিল ভোটবাক্সে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:০৭
Share:

—প্রতীকী চিত্র।

গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর থেকেই নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা তৈরি করছিল তৃণমূল কংগ্রেস। এ বার সাংগঠনিক রদবদলে, সেই মতোই নজরদারিতে গুরুত্ব দিয়ে যৌথ নেতৃত্বের উপর ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। এখানকার দু’টি ব্লকের জন্য কোর কমিটি গড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামের দু’টি ব্লকে গত বিধানসভা নির্বাচনের পরে ব্লক সভাপতি হিসেবে দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এর পরে গত বছর লোকসভা নির্বাচনের সময় তৃণমূলের পুরনো নেতা-কর্মীদের অনেকেই নিষ্ক্রিয় ছিলেন। তার প্রভাব পড়েছিল ভোটবাক্সে। এ বার আদি-নব্যের মেলবন্ধন ঘটাতে নন্দীগ্রামে সাংগঠনিক কাজকর্মের নজরদারিতে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের হিন্দু ভোট বিজেপির দিকে যাওয়ার পরিপ্রেক্ষিতে বাপ্পাদিত্য গর্গ এবং সুনীলবরণ জানাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এতে আবার সংখ্যালঘুরা ধীরে ধীরে ঝুঁকছিলেন গেরুয়া শিবিরের দিকে। তাই ভোটের আগে শেখ সুফিয়ান, কাজ়হার এবং শামসুলের মতো মুখকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নতুন কোর কমিটিতে স্থান পাওয়ার পরে সুফিয়ান বলেন, ‘‘ সকলে মিলেমিশে সংগঠন পরিচালনা করলে নন্দীগ্রামে আমাদের জয় নিশ্চিত।’’ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল পাল্টা বলেন, ‘‘সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখেই তৃণমূল এই কৌশল নিয়েছে। কিন্তু নন্দীগ্রামে তৃণমূলের পক্ষে ভোট যাবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন