BJP

শুভেন্দুর নন্দীগ্রামে সমবায় ভোটে জিতল বিজেপি! তৃণমূল শূন্য

সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১২টি আসনেই জিতেছে বিজেপি। তৃণমূল শূন্য। রবিবার সমবায় ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ২২:২৬
Share:

সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১২টি আসনেই জিতেছে বিজেপি। —নিজস্ব চিত্র।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে সমবায় ভোটে বিজেপির কাছে পর্যুদস্ত শাসকদল তৃণমূল।

Advertisement

সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি ১২টি আসনেই জিতেছে বিজেপি। তৃণমূল শূন্য। রবিবার সমবায় ভোট ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। ভোটগ্রহণ শেষ হয় বেলা ২টোয়। গণনা শেষে দেখা যায়, তৃণমূল দাঁত ফোটাতে পারেনি।

শুভেন্দু-ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, ‘‘পুলিশ দিয়ে ভোট করাতে চেয়েছিল তৃণমূল। পারেনি। গত বিধানসভা নির্বাচনে এই সোনাচূড়া ব্যাপক লিড দিয়েছিল শুভেন্দু অধিকারীকে। আগামী ভোটেও যে তা-ই হতে চলেছে, আজকের ফল থেকেই স্পষ্ট।’’

Advertisement

তবে এই ভোটের ফল নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। শাসকদলের নেতা আবু তাহের বলেন, ‘‘ভোটারদের প্রভাবিত করেছে বিজেপি। তবে লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে।’’

জয়লাভ করতে বিজেপি রাতের অন্ধকারে ভোটারদের প্রভাবিত করেছে। আমরা বেশ কিছু আসনে ভালো ফল করব বলে আশাবাদী ছিলাম। হাড্ডাহাড্ডি লড়াইও দিয়েছি আমরা। কিন্তু আশানুরূপ ফল করতে পারিনি"।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement