ছেলেকে বাঁচাতে সাহায্যপ্রার্থী বাবা

দুশ্চিন্তায় ঘুম উড়েছে মেদিনীপুর শহরের সঞ্জয় মালের। ছেলের জীবন বাঁচাতে দোরে দোরে ঘুরছেন তিনি।হবিবপুরের কালিতেলিরচকের বাসিন্দা সঞ্জয়বাবুর এক ছেলে, এক মেয়ে। ছেলে সৌগত বিদ্যাসাগর বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। সঞ্জয়বাবু এক দোকানে খাতা লেখার কাজ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০১:০৭
Share:

অসুস্থ সৌগত মাল। নিজস্ব চিত্র।

দুশ্চিন্তায় ঘুম উড়েছে মেদিনীপুর শহরের সঞ্জয় মালের। ছেলের জীবন বাঁচাতে দোরে দোরে ঘুরছেন তিনি।

Advertisement

হবিবপুরের কালিতেলিরচকের বাসিন্দা সঞ্জয়বাবুর এক ছেলে, এক মেয়ে। ছেলে সৌগত বিদ্যাসাগর বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। সঞ্জয়বাবু এক দোকানে খাতা লেখার কাজ করেন। টানাটানির সংসারে হঠাৎ সঞ্জয়বাবু জেনেছেন, ছেলে জটিল অসুখে আক্রান্ত। সৌগতের পেটে যন্ত্রণা হওয়ায় প্রথমে মেদিনীপুরে ডাক্তার দেখানো হয়। পরে চন্দননগরে। শেষমেশ চিকিৎসার জন্য ভেলোরে নিয়ে যেতে হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌগতর দু’টি কিডনিই ক্ষতিগ্রস্ত। কলকাতায় ইতিমধ্যে তিনটি ডায়ালেসিস হয়েছে। ভেলোরে হয়েছে দু’টি ডায়ালেসিস। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ছ’মাস সৌগতকে ডায়ালিসিস করতে হবে। তারপর অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। সেই ক্ষেত্রে যদি কেউ কিডনি দানও করেন তবু প্রতিস্থাপনের খরচ পড়বে প্রায় ১৫ লক্ষ টাকা।

এত টাকা আসবে কোত্থেকে, ভেবে পাচ্ছেন না সঞ্জয়বাবু। চিকিৎসার খরচ জোগাড়ে পরিজন-পরিচিতদের কাছে তাই সাহয্য চেয়ে দরবার করছেন তিনি। সাহায্য চেয়ে আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর দফতরেও। সঞ্জয়বাবু বলেন, “চিকিৎসার খরচ প্রচুর। সকলে এগিয়ে এলেই ছেলেটা নতুন জীবন পেতে পারে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement