Pincon Scam

পিনকন মামলা, অসন্তুষ্ট বিচারক

আগামিকাল, শনিবার পিনকন মামলার রায়দান করবেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তিন নম্বর) তথা অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৫:৩৯
Share:

প্রতীকী ছবি।

এক দিন পরেই মামলার রায়। এর মধ্যেই জেল হেফাজতে থাকা ভুয়ো অর্থিলগ্নি সংস্থা পিনকনের কর্ণধার মনোরঞ্জন রায় অসুস্থ বলে প্রেসিডেন্সি সংশোধনাগারের তরফে আদালতে জানানো হল। সঙ্গে দেওয়া হল দুই চিকিৎসকের শংসাপত্রও। যদিও বিচারকের কড়া নির্দেশ, আগামী ৩ অক্টোবর মনোরঞ্জনকে আদালতে হাজির করাতে না পারলে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার-সহ মনোরঞ্জন রায়ের চিকিৎসকদেরও গ্রেফতার করা হবে।

Advertisement

আগামিকাল, শনিবার পিনকন মামলার রায়দান করবেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তিন নম্বর) তথা অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায়। মামলার মূল অভিযুক্ত মনোরঞ্জন বৃহস্পতিবার প্রসিডেন্সি সংশোধনাগারের মাধ্যমে আদালতে চিকিৎসকের দেওয়া একটি শংসাপত্র জমা করেন। তাতে জানানো হয়, মনোরঞ্জন অসুস্থ। তিনি কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন।

ওই শংসাপত্র দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারক মৌ চট্টোপাধ্যায়। তিনি প্রসিডেন্সি সংশোধনাগারের সুপারকে চিঠি পাঠান। তাতে নির্দেশ দেওয়া হয়, সুপার আদালতকে না জানিয়েই গত মার্চ থেকে মনোরঞ্জনকে চিকিৎসার জন্য কার্যত ‘ছেড়ে’ দিয়েছেন। আদালত মনে করে মনোরঞ্জনের চিকিৎসার প্রয়োজন পড়লে কোনও সরকারি হাসপাতালে তাঁকে রেখে মেডিক্যাল বোর্ড গঠন করা যেতে পারে। যে দু’জন চিকিৎসক মনোরঞ্জনকে অসুস্থ বলে ঘোষণা করেছেন, আগামী ৩ অক্টোবর তাঁদের-সহ মনোরঞ্জনকে আদালতে হাজির করানোর জন্য সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারক। ওই নির্দেশ না মানলে মনোরঞ্জনকে সাহায্য করার অপরাধে তাঁকেও গ্রেফতার করা হবে বলে উল্লেখ রয়েছে বিচারকের পাঠানো চিঠিতে। পাশাপাশি, যে নার্সিংহোমে পিনকন কর্তা চিকিৎসাধীন বলে দাবি করা হচ্ছে, সেটির সম্পর্কে স্বাস্থ্য ভবনকে দিয়ে তদন্ত করার ইচ্ছা প্রকাশও করেছে আদালত।

Advertisement

সরকারি আইনজীবী সূত্রের খবর, গত মঙ্গলবার আদালতে না এসে পিনকনের ডিরেক্টর মৌসুমী রায়ও ওই একই নার্সিংহোমের চিকিৎসকের দেওয়া অসুস্থতার শংসাপত্র জমা দিয়েছিলেন। দু’টি ঘটনায় মিল দেখে বিচারকের জানিয়েছেন, প্রেসিডেন্সি জেলের সুপারকে পিনকন কর্ণধার প্রভাবিত করেছেন। অর্থনৈতিক দুর্নীতি দমন শাখার সরকার পক্ষের বিশেষ আইনজীবী সৌমেনকুমার দত্ত বলেন, ‘‘রায়দান এড়াতে কর্ণধার এই নাটক করছেন। আগামী ৩ অক্টোবর শনিবার মনোরঞ্জন রায় ও তাঁর চিকিৎসকদের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে জেল সুপার-সহ প্রত্যেককে গ্রেফতার করা হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক।’’ ওই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় জানান, এ দিনই রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়ার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিল অভিযুক্ত পক্ষ। কিন্তু আদালত স্থগিতাদেশ দেয়নি।

উল্লেখ্য, রায়দানের আগে বিভিন্ন সংশোধনাগারের থাকা পিনকন মামলার ১৭ জন এবং জামিনে মুক্ত আরেক অভিযুক্ত সংস্থার ডিরেক্টর মৌসুমীকে গ্রেফতার করে তমলুক সংশোধনাগারে আনার নির্দেশ দেন বিচারক। মৌসুমী বর্তমানে ফেরার। মোট ১৮ জন অভিযুক্তের মধ্যে এদিন ১৬ জনকে নিয়ে আসা হয়েছে তমলুক সংশোধনাগারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement