দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া দুই যুবক উদ্ধার

শনিবার বিকেলে মদ্যপ অবস্থায় দিঘার সমুদ্রে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককেও  উদ্ধার  করেন নুলিয়ারা। আশঙ্কাজনক অবস্থায় ওই পর্যটককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ০৪ জুন ২০১৮ ০১:০১
Share:

সমুদ্র থেকে তুলে আনা হচ্ছে একজনকে।

পরপর দু’দিন দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করলেন নুলিয়ারা। রবিবার দিঘার ২ নম্বর ঘাটে স্নান করতে নেমেছিলেন বিহারের কেটিয়ার বাসিন্দা প্রমথ কুমার। হঠাৎ বড় ঢেউ এলে তিনি তলিয়ে যান। অন্য পর্যটকেরা চিৎকার শুরু করলে নুলিয়ারা এসে তাঁকে উদ্ধার করেন।

Advertisement

আগের দিন, শনিবার বিকেলে মদ্যপ অবস্থায় দিঘার সমুদ্রে নেমে তলিয়ে যাওয়া এক পর্যটককেও উদ্ধার করেন নুলিয়ারা। আশঙ্কাজনক অবস্থায় ওই পর্যটককে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অনির্বাণ চট্টোপাধ্যায় নামে ওই পর্যটকের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার কালিয়ামোড়ে। পুলিশের দাবি, বছর পঁয়ত্রিশের ওই যুবক মদ্যপ অবস্থায় শনিবার বিকেলে দিঘার সমুদ্রে স্নান করতে নেমেছিলন। সেই সময় সৈকতে টহলরত নুলিয়ারা দেখতে পান উত্তাল ঢেউয়ে তলিয়ে যাচ্ছেন তিনি। তাঁরা সমুদ্রে ঝাঁপিয়ে অনির্বাণকে উদ্ধার করে আনেন। পুলিশের তৎপরতায় এই পর্যটককে প্রথমে দিঘা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিঘা থানার পুলিশের বক্তব্য, সৈকতে মাইকে লাগাতার সতর্কীকরণ, নজরদারির পরেও কোনও কোনও পর্যটক বেপরোয়া ভাবে সমুদ্রে নামার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি মদ্যপ অবস্থায় সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা থাকলেও বহু পর্যটকই তা মানছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন