TMC-BJP Clash

খেজুরিতে বিজেপি কার্যালয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল

বুধবার গভীর রাতে খেজুরি-১ ব্লকের কৃষ্ণনগর রাজবাড়ি ৪৮ নম্বর বুথে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা হয়। দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খেজুরি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ০৭:৩১
Share:

বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হল খেজুরি। ফাইল ছবি।

প্রজাতন্ত্র দিবসের আবহেও রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হল খেজুরি। বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে দলের পতাকা এবং কাটআউট ছিঁড়ে দেওয়া হল। তৃণমূলের এক বুথ সভাপতির নেতৃত্বে এই হামলা বলে অভিযোগ বিজেপির।

Advertisement

বুধবার গভীর রাতে খেজুরি-১ ব্লকের কৃষ্ণনগর রাজবাড়ি ৪৮ নম্বর বুথে বিজেপির দলীয় কার্যালয়ে হামলা হয়। দলীয় পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাট আউট ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি শোভন পালের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ। বৃহস্পতিবার সকালে এলাকায় যায় হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিজেপি সূত্রে জানানো হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি এই কার্যালয়ের উদ্ধোধন করেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত। এ ব্যাপারে দলের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দোলই বলেন, ‘‘তিনদিন আগে তৃণমূলের নেতা শোভন পাল প্রকাশ্যে পার্টি অফিস ভেঙে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল। গতকাল রাতে পার্টি অফিসের সামনের অংশ সহ রাজ্যের বিরোধী দলনেতার ছবি, দলের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতির কার্টাউট, দলীয় পতাকা ছিড়ে পুড়িয়ে দেওয়া হয়। বিষয়টি থানায় জানানো হয়েছে।’’

যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। খেজুরি-১ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য বিমান নায়েক বলেন, ‘‘সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। পঞ্চায়েতের আগে এ ধরনের ঘটনা উসকে এলাকায় অশান্তি তৈরি করতে চাইছে বিজেপির লোকজন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন