Workers' Death in Kharagpur

খড়্গপুরে মাটি চাপা পড়ে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের, ১২ ঘণ্টা পর উদ্ধার হল দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ঠিকা শ্রমিকের নাম রাহুল মিদ্যা (২৭) এবং তাপস জানা (৪০)। রাহুলের বাড়ি শালবনি থানার গোদাপিয়াশাল এলাকায়। তাপস পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ২২:১৩
Share:

মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

খড়্গপুরে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। শনিবার খড়্গপুর থানার অন্তর্গত চাঙ্গুয়াল এলাকায় ঘটনাটি ঘটেছে। দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ১২ ঘণ্টা পরে উদ্ধার করা হয়েছে দুই শ্রমিকের দেহ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ঠিকা শ্রমিকের নাম রাহুল মিদ্যা (২৭) এবং তাপস জানা (৪০)। রাহুলের বাড়ি শালবনি থানার গোদাপিয়াশাল এলাকায়। তাপস পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকার বাসিন্দা। খড়্গপুরের একটি মেটালিক্‌স কারখানায় কাজ করতে এসেছিলেন তাঁরা। কারখানার সম্প্রসারিত ৬ নম্বর ইউনিটে স্তূপীকৃত করে রাখা মাটি কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। মাটি চাপা পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের। তবে শনিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটলেও দেহ উদ্ধার করতে পেরিয়ে যায় ১২ ঘণ্টা। খবর পেয়ে এলাকায় পৌঁছোয় খড়্গপুর থানার পুলিশ। শেষমেশ সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ মৃতদেহদু’টি উদ্ধার করা সম্ভব হয়।

অন্য দিকে, দুই ঠিকা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এলাকায়। ক্ষতিপূরণের দাবিতে শুরু হয় শ্রমিকদের আন্দোলন। সন্ধ্যার পর কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এক দফা আলোচনার পর জটিলতা কিছুটা কাটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, কারখানা কর্তৃপক্ষের তরফে নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্যেরও আশ্বাস দেওয়া হয়েছে। কারখানার আধিকারিক ভাস্কর চৌধুরী বলেছেন, ‘‘দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement