পঞ্চায়েতে শিবির চেয়ে বিক্ষোভ

পঞ্চায়েত এলাকায় ন্যূনতম দু’টি ধান ক্রয় কেন্দ্র খোলার দাবিতে সরব হল সারা ভারত কৃষকসভা ও ভারতীয় খেতমজুর ইউনিয়ন। সিপিআইয়ের এই দুই সংগঠনের ডাকে বুধবার মেদিনীপুরে বিক্ষোভ-মিছিল হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

পঞ্চায়েত এলাকায় ন্যূনতম দু’টি ধান ক্রয় কেন্দ্র খোলার দাবিতে সরব হল সারা ভারত কৃষকসভা ও ভারতীয় খেতমজুর ইউনিয়ন। সিপিআইয়ের এই দুই সংগঠনের ডাকে বুধবার মেদিনীপুরে বিক্ষোভ-মিছিল হয়। কৃষকসভার জেলা সম্পাদক শঙ্কর পাত্র এবং খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক প্রভাস পাত্রের কথায়, “আমাদের জেলায় কৃষক-খেতমজুররাই সংখ্যাগরিষ্ঠ। কৃষি ক্ষেত্রে কৃষক খেতমজুরদের জীবন-জীবিকার সঙ্কটের সমাধানের দাবিতে জেলা প্রশাসনের কাছে নির্দিষ্ট কিছু দাবি জানানো হয়েছে। আরও জোরদার আন্দোলন হবে।”

Advertisement

এ দিন দুপুরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। ছিলেন প্রাক্তন বিধায়ক তথা সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা, সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসির জেলা সম্পাদক বিপ্লব ভট্ট প্রমুখ। ছিলেন সারা ভারত কৃষকসভা ও ভারতীয় খেতমজুর ইউনিয়নের জেলা নেতৃত্ব। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল পৌঁছয় জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে।

কৃষকদের কাছ থেকে সরকারি দরে ধান কেনা এবং বহন খরচ কুইন্ট্যাল প্রতি পঞ্চাশ টাকা ও বোনাস দু’শো টাকা দেওয়া, ধান কেনার পদ্ধতির সরলীকরণ করা, ধান বিক্রির জন্য কৃষকদের আধার কার্ড বাধ্যতামূলক না করা, সরকারি উদ্যোগে আলু চাষিদের কাছ থেকে লাভজনক দামে আলু কেনা প্রভৃতি দাবি জানানো হয়েছে। খেতমজুরদের জন্য আলাদা পরিচয়পত্র ও সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড চালু করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্ত গৃহহীনদের নাম চিহ্নিত করে গৃহ নির্মাণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন