ধৃতেরা হরিয়ানার বাসিন্দা। —প্রতীকী চিত্র।
এটিএম লুটের অভিযোগে বৃহস্পতিবার ভিন্রাজ্যের দু’জন দুষ্কৃতীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুরের রামনগর থানার পুলিশ। কাঁথি আদালতের নির্দেশে ধৃতেরা পুলিশি হেফাজতে রয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মে মাসের এক রাতে রামনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু’টি এটিএম লুট করেন শাহরুখ খান ও ইমামিন আলি। এলাকার দেউলিহাট ও বালিসাই অঞ্চলের এটিএম দু’টি থেকে প্রায় ৪০ লক্ষ টাকা লুট করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। পরে ব্যাঙ্কের পক্ষ থেকে রামনগর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এটিএম সেন্টারে থাকা সিসি ক্যামেরাগুলির উপর দুষ্কৃতীরা ফোম দিয়ে দিয়েছিল। সেই কারণে সহজে অপরাধীদের চিহ্ণিত করা যাচ্ছিল না। এর পর পরই হুগলি জেলাতেও একটি এটিএম লুটের ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ হরিয়ানার নুজেলা এলাকার দুই দুষ্কৃতীর সন্ধান পায়। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানোর সময়ে জানা যায় পূর্ব মেদিনীপুরের রামনগরের এটিএম লুটের সঙ্গেও এরা জড়িত।
খবর পেয়ে রামনগর থানার পুলিশ দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায়। তা মঞ্জুর হলে বৃহস্পতিবার হুগলি থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে কাঁথি আদালতে হাজির করানো হয়। আদালতের নির্দেশে দুই অভিযুক্তের সাত দিনের পুলিশি হেফাজত হয়। এই প্রসঙ্গে তদন্তকারী এক পুলিশ আধিকারিক বলেন, ‘’তদন্তের স্বার্থে হেফাজতে চাওয়া হয়েছিল। এখনই বেশি কিছু বলা সম্ভব নয়।’’