Accident in Haldia

টহলদারি পুলিশের গাড়িতে ধাক্কা ট্রাকের, উল্টে গেল রাস্তায়! মৃত মহিষাদল থানার সাব ইন্সপেক্টর-সহ দুই

মঙ্গলবার রাতে জাতীয় সড়কের উপর টহল দিচ্ছিলেন মহিষাদল থানার সাব ইন্সপেক্টরের জয়ন্ত ঘোষাল। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশকর্মীরাও। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ০৮:০২
Share:

মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর। —প্রতীকী চিত্র।

রাতে টহল দেওয়ার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মহিষাদল থানার সাব-ইন্সপেক্টর। তিনি ছাড়াও রাজ্যের ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত এক কর্মীরও মৃত্যু হয়েছে। জখম আরও এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর।

Advertisement

মঙ্গলবার রাতে জাতীয় সড়কের উপর টহল দিচ্ছিলেন মহিষাদল থানার সাব ইন্সপেক্টরের জয়ন্ত ঘোষাল। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশকর্মীরাও। গাড়ুঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রাস্তার পাশে পুলিশের টহলদারি গাড়ি দাঁড় করানো ছিল। গাড়ি মধ্যে ছিলেন জয়ন্ত। রাত দেড়টা নাগাদ উল্টো দিক থেকে হলদিয়া থেকে মেচেদাগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে। ধাক্কার লাগার ফলে রাস্তার এক দিকে ছিটকে যায় সেটি। দুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ বাহিনী।

গাড়ির মধ্যে থেকে জয়ন্ত এবং অন্য পুলিশকর্মীদের উদ্ধার করে তড়িঘড়ি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি জয়ন্তদের। চিকিৎসক পরীক্ষা করে দু’জনকে মৃত ঘোষণা করেন। জয়ন্ত ছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত শেখ সাহনার ওরফে গোলামের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসা চলছে কনস্টেবল স্বপন দাসের। গাড়ির মধ্যে না থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়ির চালক।

Advertisement

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য। কী ভাবে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মহিষাদল থানার পুলিশ। ঘটনার পরই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে ঘাতক ট্রাকটি। তবে তাড়া করে সেটিকে ধরে ফেলা হয়েছে বলেই খবর। ঘাতক ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক চালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement