মন্দারমণি

দুর্ঘটনায় ধৃত আরও দুই

মন্দারমণি দুর্ঘটনার পর খুনের অভিযোগ দায়ের করেছিল মৃত পর্যটকের পরিবার। তারপর প্যারাসেলিং সংস্থার দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ফের ওই সংস্থার আরও দুই কর্মীকে গ্রেফতার করল করল পুলিশ। জানা গিয়েছে, রবীন্দ্রনাথ পাত্র ও বাবু মাইতি নামে ওই ব্যক্তি কাঁথির শ্যামসুন্দরপুরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:৫৬
Share:

মন্দারমণি দুর্ঘটনার পর খুনের অভিযোগ দায়ের করেছিল মৃত পর্যটকের পরিবার। তারপর প্যারাসেলিং সংস্থার দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ফের ওই সংস্থার আরও দুই কর্মীকে গ্রেফতার করল করল পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, রবীন্দ্রনাথ পাত্র ও বাবু মাইতি নামে ওই ব্যক্তি কাঁথির শ্যামসুন্দরপুরের বাসিন্দা। ধৃতদের কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এখনও পুলিশ নাগাল পায়নি সৈকতে অবৈধ ভাবে প্যারাসেলিং করা ওই সংস্থার মালিক তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সত্যরঞ্জন খাটুয়ার। সেক্ষেত্রে পুলিশের সাফাই, সঠিক তথ্য প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। কিন্তু নিচু তলার কর্মীদের ধরা হলেও কেন ধরা হচ্ছে না সংস্থার মালিককে? পুলিশের দাবি সত্যরঞ্জনবাবুর নামে তো সরাসরি কোনও অভিযোগ করেননি মৃতের পরিবার। তাই তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না।

পরিদর্শনে আইপিএস। ১১জন প্রশিক্ষণরত আইপিএস অফিসার হলদিয়া শিল্পাঞ্চল ঘুরে দেখতে এলেন। শুক্রবার রাতে তাঁরা হলদিয়ায় এসেছেন। শনিবার তারা হলদিয়া বন্দর এবং আইওসি হলদিয়া রিফাইনারি ঘুরে দেখেন। রবিবার হলদিয়া শিল্পাঞ্চলের আরও কয়েকটি কারখানা ঘুরে দেখার পর তাঁরা কলকাতায় ফিরবেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেঙ্গল ক্যাডারের এই প্রভেসনার ১১জন আইপিএস অফিসার প্রশিক্ষণের অঙ্গ হিসাবে হলদিয়ায় ঘুরতে এসেছেন বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement