digha

Talsari Accident: তালসারিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেল মধ্যমগ্রামের দুই যুবক, দিঘায় স্নানে নিষেধাজ্ঞা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম থেকে আট জন পর্যটকের একটি দল শনিবার উঠেছিল ওল্ড দিঘার একটি হোটেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিঘা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৮
Share:

তলিয়ে যাওয়া যুবকদের খোঁজে তালসারিতে তল্লাশি। —নিজস্ব চিত্র।

দিঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তা এড়িয়ে তালসারিতে সমুদ্রস্নানে নেমে তলিয়ে গেলেন মধ্যমগ্রামের দুই যুবক। নিখোঁজ দুই পর্যটকের সন্ধানে জোরদার তল্লাশি শুরু হয়েছে ওড়িশার উপকূল এলাকায়। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দিঘা থানাও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যমগ্রাম থেকে আট জন পর্যটকের একটি দল শনিবার উঠেছিল ওল্ড দিঘার একটি হোটেলে। তবে শনিবার থেকেই দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় তাঁরা হতাশ হয়ে পড়েন। এর মাঝেই সমুদ্রে নামা বন্ধ করতে রবিবার থেকে আরও কড়া পদক্ষেপ করে জেলা প্রশাসন। ইতিমধ্যেই যে সব পর্যটক দিঘায় হাজির হয়েছেন, তাঁদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ জারি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই যুবক রবিবার বেলার দিকে সমুদ্রস্নান করার জন্য ওড়িশার তালসারিতে যান। সেখানে জলের তোড়ে তাঁরা তলিয়ে যান। তাঁরা মত্ত অবস্থায় সমুদ্রে নেমেছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের অনেকের মত।

তলিয়ে যাওয়া পর্যটকের মধ্যে এক জন অভ্রদ্বীপ বাগড়িয়া (২২) এবং আর এক জন দেবর্ষি সিংহ (২৩)। তাঁদের সন্ধানে ওড়িশার উপকূল এলাকায় তল্লাশি জারি রয়েছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি বলেন, ‘‘দিঘার বিস্তীর্ণ সৈকতে নুলিয়া, পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীদের পাহারায় নামানো হয়েছে।’’ তবে কয়েক কিলোমিটার দূরে ওড়িশার সৈকতে নিষেধাজ্ঞা নেই। পুলিশি প্রহরাও ততটা কড়া নয়। সেই ফাঁক গলেই মধ্যমগ্রামের পর্যটকদের ওই দলটি তালসারির কাছে সমুদ্রস্নানে নামে। তার জেরেই ঘটে দুর্ঘটনা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন