এসএফআইয়ের মেদিনীপুর কমার্স কলেজ ইউনিটের ৩৫তম সম্মেলন হল বৃহস্পতিবার। কলেজের প্রায় ৪০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। ইউনিট সম্পাদক নির্বাচিত হন সন্তু মণ্ডল। সভাপতি শেখ মেকতাউল। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, সুষ্ঠু পঠনপাঠন-সহ নানা দাবিতে আন্দোলন চালানোর সিদ্ধান্ত হয়। কলেজে টিএমসিপির নৈরাজ্য ও বহিরাগতদের অনুপ্রবেশের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা সম্মেলনের আলোচনার রিপোর্টে তাঁদের দাবি তুলে ধরেন।