টোটো-প্রচার

কাচ তোলা বাতানুকূল গাড়ি নয়। চারদিক খোলা টোটো। আর তাতে চড়েই শহরে প্রচার সারছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মৃগেন মাইতি। টোটোতে দলীয় পতাকা, পোস্টার কিছুই নেই।

Advertisement
শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ২৩:০০
Share:

মেদিনীপুরের পথে জনসংযোগে প্রার্থী। নিজস্ব চিত্র।

কাচ তোলা বাতানুকূল গাড়ি নয়। চারদিক খোলা টোটো। আর তাতে চড়েই শহরে প্রচার সারছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী মৃগেন মাইতি। টোটোতে দলীয় পতাকা, পোস্টার কিছুই নেই। একা বসে মৃগেনবাবু। হঠাত্‌ টোটো নিয়ে দাঁড়িয়ে পড়ছেন মোড়ে মোড়ে। পরিচিতদের সঙ্গে কথা বলছেন। মৃগেনবাবুর কথায়, ‘‘টোটোতে যাতায়াত করলে পথচলতি লোকজনের সঙ্গে দেখা হয়, কথা হয়। তাই শহরে ভোটের প্রচারটা টোটোতে করারই সিদ্ধান্ত নিয়েছি।’’ দূষণহীন যানে এই প্রচার ভাল সাড়া ফেলবে বলেই তৃণমূল কর্মীদের আশা। কারণ, আমজনতা যে গাড়িতে চড়ছে, তাতে বিধায়ক তথা প্রার্থীকে দেখলে তার একটা আলাদা প্রভাব থাকেই। তা ছাড়া, ক’দিন আগেই অটো-টোটো সংঘাতে শহর যখন অচল হয়েছিল, তখন টোটো চালানোর পক্ষেই রায় দিয়েছিল শাসক দল। ফলে, টোটোয় চড়ে এই প্রবীণ তৃণমূল প্রার্থীর প্রচার সেখানেও ভরসা জোগাচ্ছে। তা ছাড়া, এই গরমের মধ্যে রাস্তায় নেমে নিয়মিত প্রচারে শরীর যাতে বেগড়বাই না করে সে জন্য নিয়মিত ব্যায়াম করছেন প্রবীণ প্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন